দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল গভীর রাতে কলকাতা এসেছেন অমিত শাহ। দু দিনের রাজনৈতিক বঙ্গ সফরে তাঁর ঠাসা কর্মসূচী। গতকাল রাতে তিনি বিমানবন্দর থেকে সোজা চলে জন ওয়েসটিন হোটেলে। সেখানেই আজ NIA অধিকারিকদের সাথে বৈঠক করার কথা ছিল। কিন্তু আজ সকালে নির্ধারিত সময়ের আগেই তিনি হোটেল থেকে বেরিয়ে পড়েন। সূত্রের খবর অনুযায়ী এনআইএ আধিকারিকদের সাথে ভার্চুয়াল ভাবেই তিনি মিটিং সারেন আর তারপর চলে যান উত্তর কলকাতার সিমলা’তে। সেখানে স্বামী বিবেকানন্দের জন্ম ভিটে পরিদর্শন করেন ও সেই সাথে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন। কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি মেদিনীপুরের উদ্দেশ্যে হেলিকপ্টার ধরার জন্যে বেরিয়ে পড়েন।
এখানে রইল সিমলা’তে কাটানো মুহূর্ত গুলোর চিত্র -বার্তা:
আজ স্বামী বিবেকানন্দের মুরতিতে মাল্যদান করার পর সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেন ” আকাশ গঙ্গা ছায়াপথ থেকে উজ্জ্বল নক্ষত্র খসে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল। বিশ্ব ধর্ম মহা সম্মেলনে তিনি শুধু ভারতের নামই উজ্জ্বল করেননি বরং নিজের জীবন শৈলী’র মাধ্যমে সকল কে সঠিক পথ দেখিয়েছেন। আজ এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি।” তবে যা অমিত শাহ সিমলা’তে দাঁড়িয়ে একটি বারের জন্যেও কোনো রাজনৈতিক বক্তব্য পেশ করেন নি।
এরপর তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন বিমানবন্দরের উদ্দেশ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি এই মূহুর্তে মেদিনীপুরে শহীদ ক্ষুদিরাম বোসের মাসির বাড়িতে গিয়েছেন। সেখান থেকে রওয়ানা দেবেন সিদ্ধেশ্বরী মন্দিরে।