দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ ময়দানের সভায় পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী তো বিজেপিতে যোগ দিচ্ছেনই এর সাথে সাথে তাঁর সঙ্গে থাকছেন আরও ৯ বিধায়ক এবং ১ জন সাংসদ। পুরসভা এবং পঞ্চায়েত স্তরের বেশ কিছু জনপ্রতিনিধি এবং তৃণমূলের জেলা সংগঠনের বহু নেতাও এই সব বিধায়ক দের সাথে বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপি-তে যোগদানকারী বিধায়কদের মধ্যে তৃণমূলের পাশাপাশি বাম এবং কংগ্রেস বিধায়করাও রয়েছেন।
এখন একনজরে দেখে নেওয়া যাক, আজ বিজেপিতে যোগদানকারী বিধায়কদের মধ্যে কারা কারা রয়েছেন-
১. সৈকত পাঁজা- মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক
২.বিশ্বজিত্ কুণ্ডু- কালনার তৃণমূল বিধায়ক
৩.সুকরা মুণ্ডা- নাগরাকাটার তৃণমূল বিধায়ক
৪. বনশ্রী মাইতি- উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক
৫.দিপালী বিশ্বাস- গাজোলের তৃণমূল বিধায়ক
৬.শীলভদ্র দত্ত- ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক
৭. তাপসী মণ্ডল- হলদিয়ার সিপিএম বিধায়ক
৮.অশোক দিন্ডা- তমলুকের সিপিআই বিধায়ক
৯. সুদীপ মুখোপাধ্যায়- পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক
এ ছাড়াও উল্লেখযোগ্য যোগদানকারী হলেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বাঁকুড়ার তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়া তালিকায় রয়েছেন রাজ্যের তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশ চৌধুরী।