দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:২দিনের ঠাসা কর্মসূচি নিয়ে গত পরশু গভীর রাতেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব পরিকল্পনা মতোই গতকাল মেদিনীপুরের সভা করেন তিনিন। তার আগে ক্ষুদিরামের মূর্তিতে মালা দিয়ে মধ্যাহ্নভোজন সারতে সোজা চলে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বালিজুরি গ্রামের কৃষক ঝুনু ওরফে সনাসতন সিং-এর বাড়িতে। কৃষক আন্দোলনের আবহে কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজনের এই যে রাজনৈতিক চাল, তা নিয়ে রাজ্য রাজনীতিতে তর্কবিতর্ক চলছে জোর কদমে। আর আজ রয়েছে লালমাটির সনাতন বাউলের বাড়িতে আমন্ত্রণ।
তবে গতকাল যার বাড়ির দিকে নজর ছিল গোটা বাংলার তাঁর বাড়িতে যে এতো বড়ো মাপের হেভিওয়েট নেতা আসতে পারেন একথা তিনি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। জানা গেছে তিন বিঘা কৃষিজমি রয়েছে এই কৃষক পরিবারের। কয়েক বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার পর থেকেই তাঁরা বিজেপির ভক্ত। তবে তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাড়ি তে আসছে জানতে পারার পর উচ্ছসিত সনাতন সিং জানান “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার অতিথি এর থেকে গর্বের বিষয় কী হতে পারে?”
অমিত শাহ তাঁর বাড়িতে এলো, কী চাইলেন জানতে চাওয়া হলে সনাতন সিং জানান, তাঁর নিজের কিছু চাওয়ার ছিল না, তবে দেশ যেন শান্তিতে থাকে সেই আবেদন জানিয়েছেন তিনি। গতকাল মধ্যাহ্ন ভোজনে স্বরাষ্ট্রমন্ত্রী কী কী খেলেন। উত্তরে সনাতন জানান “গরীবের বাড়িতে শাক, ডাল, ভাত যা জুটেছে তাই খাইয়েছি।”


গতকাল সনাতনবাবুর বাড়িতে পৌঁছে অমিত শাহ প্রথমে উঠোনের চৌকিতে বসে কিছুক্ষণ বিশ্রাম নেন ।এরপর কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এদিনের মধ্যাহ্নভোজে অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, এবং মুকুল রায়।
জানা গেছে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজনের খাদ্য তালিকায় ছিল ভাত ,রুটি ,স্যালাড, টক দই, লাউ দিয়ে মুগের ডাল, শুক্তো, খাজলা শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা,উচ্ছে ভাজা, চাটনি,পাঁপড়,মিষ্টি।


বাড়িতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন বলে সকাল থেকেই এই কৃষক পরিবারে তাঁকে স্বাগত জানানোর তোড়জোড় শুরু হয়ে যায়।এত বড়ো মাপের মন্ত্রী আসছে জানতে পারার পর থেকেই ঘরবাড়ি সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন বাড়ির লোকজন। মাটি দিয়ে প্রলেপ দেওয়ার পাশাপাশি বাড়িতে আলপনা এঁকে লেখা হয় স্বাগতম।


এদিন কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন সেরে অমিত শাহ বলেন, “মেদিনীপুরের বেলিজুড়ি গ্রামে শ্রী সনাতন সিং মহাশয়ের গৃহে সুস্বাদু মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল। তাদের পরিবারের পক্ষ থেকে এইরকম গভীর ভালোবাসা, স্নেহ আর উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। এত সুন্দর আতিথেয়তার জন্য আমি সর্বদাই তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব।”
অন্যদিকে আজ বাসুদেব বাউলের বাড়িতে এলাহি আয়োজন না হলেও সকাল থেকেই ব্যস্ত তিনি ও তাঁর স্ত্রী। জানালেন ‘বাউল গান’ দিয়েই আজ অভ্যর্থনা জানবেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী কে। অন্য দিকে এই মূহুর্তে বেরিয়ে পরেছেন অমিত শাহ।