দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শুভেন্দু অধিকারী-সহ একাধিক জনপ্রতিনিধির বিজেপি-তে যোগদানের প্রসঙ্গে শনিবার সাংবাদিক বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত বললেন “দল বদল শুধু নীতিহীন নয়, দুর্নীতির কারণও। বিজেপি তো এদেরই পছন্দ করবে। এতে সাধারণ মানুষের কী উপকার হবে?” এর পাশাপাশি সূর্যবাবু বলেন, “বামপন্থীরা চিরকালই ৩৫৬ ধারার মতো আইনের বিরোধী। তাই রাষ্ট্রপতি শাসন জারি করে এ রাজ্যে যদি মমতা ব্যানার্জির সরকার ফেলে দেওয়ার চেষ্টা হয়, সে ক্ষেত্রেও এই বিরোধিতা জারি রাখবে সিপিএম।”
গতকাল মেদিনীপুরে শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল বিধায়ক ও নেতার বিজেপি-তে যাওয়া প্রসঙ্গে সূর্যকান্ত মন্তব্য করেন, “এমন নাটক আমরা আগেও দেখেছি, আরও দেখব। এতে সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতির কী উপকার হবে? সিপিএমের এক বিধায়ক-সহ কয়েকজন নেতার বিজেপি-তে যোগদান প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, এ পর্যন্ত যাঁরা আমাদের দল ছেড়ে অন্য দলে গেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল। কমিশন চলছিল। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। চলে না গেলে দলকেই ব্যবস্থা নিতে হত।”
গতকাল অমিত শাহ বলেন বাংলায় সরকার গঠন করবে বিজেপি। আর ২০২১ সালে বাংলায় ক্ষমতায় আসা প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, “কী করে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হবেন, আমার জানা নেই। কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য সরকারে এসেছে বিজেপি। কী দিয়েছে দেশকে? মানুষের জীবন-জীবিকা কখনও এত খারাপ পর্যায়ে যায়নি। ধর্মের নামে মানুষকে ভাগ করে দেশের সম্প্রীতি নষ্ট করছে। এরা গড়বে সোনার বাংলা! বিধানসভা নির্বাচনে কে প্রথম, কে দ্বিতীয় হবে তা তো ভোটের পর জানা যাবে।”