দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পৌষের শীতের কামড় এবার জোরদার হচ্ছে বাংলায়। আলিপুর আবওহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের মাঝ বরাবর যে কনকনে শীত পরার কথা ছিল, তারই লম্বা ইনিংস শুরু হচ্ছে ছুটির রবিবার থেকে। একধাক্কায় নাকি পারদ ৩ ডিগ্রি নেমে গেছে। সকাল ৯ টা কলকাতার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল। আজই নাকি এই বছরের শীতলতম দিন বলে ঘোষণা করেছে আবওহাওয়া দপ্তর।
পৌষমাসের শুরু থেকেই এমনিতে রাজ্যজুড়ে তাপমাত্রা কমতে শুরু করে, কিন্তু একধাক্কায় আগে এতটা কমতে দেখেনি শহরবাসী। দিনেরবেলা হালকা রোদ থাকলেও তা উত্তুরে হাওয়াকে জব্দ করতে পারছে না। মধ্যপ্রদেশের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত দুর্বল হওয়াতে শীতের হাওয়া আরো এসে লাগছে বাংলায়।
আরো পড়ুনঃ সোমবার সশরীরে বিধানসভায় গিয়ে ইস্তফাপত্রে সই করে আসবেন বিজেপি কর্মী শুভেন্দু অধিকারী!


আজকে ভোর ৬টা অবধি পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক তাপমাত্রা ছিল তারি প্রেক্ষিতে শীতলতম দিন ঘোষণা করে আলিপুর আবওহাওয়া দপ্তর। সকালবেলায় তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে। কিন্তু সূর্যাস্তের পর থেকে তা দ্রুত পরতে থাকবে। রাত দশটা এগারতার মধ্যে শহর ও শহরতলিতে পারদের কাঁটা ১০-এর নিচেও নেমে যেতে পারে বলে আশঙ্কা করেছে আবওহাওয়াবিদরা।
এদিকে শীতের মিঠে রোদ মেখে সেজে উঠেছে শহর। কলকাতার নির্দিষ্ট জায়গাগুলিতে শীতের পোশাকের বিক্রিও বাড়ছে। সাতদিন আগেও যে শীতকে অগ্রাহ্য করছিল বাঙালি তাই যে আষ্ঠেপৃষ্ঠে ধরেছে তাকে।