দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:নিউ নর্মালে অবশেষে পুরনো পরিষেবায় ফিরছে লোকাল ট্রেন।আজ থেকেই শিয়ালদহ ডিভিশনে বাড়ানো হলো লোকাল ট্রেনের সংখ্যা। সেইসাথে বেড়েছে ‘লেডিজ স্পেশ্যাল’ ট্রেনও।
উল্লেখ্য করোনা পরবর্তী সময়ে ট্রেন চালু হওয়ার পর এতদিন চলত ৬৫৪ টি লোকাল ট্রেন কিন্তু আজ থেকে আরও ২০৬ টি ট্রেন চালু করা হয়েছে।এরফলে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬০টি।রেল কর্তৃপক্ষের দাবি, করোনা সংক্রমণের আগে দৈনিক যা ট্রেন চলত, এই প্রথম সেই সংখ্যায় তা ফিরছে। এপ্রসঙ্গে এক রেলকর্তা বলেন, “কাজকর্ম আগের চেহারায় ফিরছে। যাতায়াতের চাহিদা বাড়ছে। এই মুহূর্তে লোকাল ট্রেন বাড়ালে সুবিধা হবে সকলেরই।”
আরো পড়ুন:
এছাড়াও ১২ টি ‘লেডিজ স্পেশ্যাল’ ট্রেনও চলবে আগের সময়সূচী মেনেই।জানা গেছে মূলত অফিস টাইমে ভীড় নিয়ন্ত্রণ করতেই সকাল ৮ টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭টা অবধি চলবে ঘন ঘন ট্রেন।
জানা গেছে নতুন লোকাল ট্রেনের সময়সূচী অনুযায়ী শিয়ালদহ উত্তরের লালগোলা, কৃষ্ণনগর, রানাঘাট, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাসনাবাদ-এর পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ক্যানিং, সোনারপুর, বজবজ-সহ সব শাখাতেই লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে।
নিউ নর্মালে অবশেষে পুরনো চেহারায় ফিরল লোকাল

