24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    বাসুদেব বাউলের সুর আর লালমাটির দাওয়াতে বসে ‘শাহি ভোজনে’ বঙ্গ ভজন গাইলেন অমিত শাহ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রবিবার বোলপুর শান্তিনিকেতন সফরে এসে শুনতে পেলেন বাউলের কন্ঠে ‘‌হৃদমাঝারে’‌ আর তাতেই আপ্লুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর মতে তাঁর ইচ্ছে ছিল, শান্তিনিকেতনে এসে কোনও এক বাউল পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। আর সেই পরিকল্পনা মাফিক তাঁর জন্য সমস্ত আয়োজন করা হয় বোলপুরের বাউল শিল্পী বাসুদেব দাসের ভিটেতে। রতনপল্লীর ওই বাড়িতে এদিন দুপুরে এসে খাওয়াদাওয়ার আগে উপরি পাওনা হিসেবে অমিত শাহ’র প্রাপ্তি বাউল গান। একতারা বাজিয়ে বাসুদেববাবু দরাজ গলায় গান ধরলেন— “তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।”

    অমিত শাহকে এদিন বাসুদেবের ভিটেতে বসে বাউল গানের ছন্দে ছন্দ মেলাতে দেখা গেল। তাল দিলেন তাল মিলিয়ে। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অনুপম হাজরা, রাহুল সিনহারা। অনুপম হাজরা আবার শুধু তাল নয়, গলাও মেলালেন বাউল শিল্পীর সঙ্গে। এর পরই তাঁরা দাওয়ায় এসে বসেন। অমিত শাহয়ের পছন্দের পদে পাত সাজিয়ে দেওয়া হয় তাঁদের। এর আগে এদিন রতনপল্লীতে পৌঁছে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়ির শিবমন্দিরে পুজো দেন অমিত শাহ। বাড়িতে ঢোকার সময় একদিকে যেমন তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করছিলেন বাড়ির মেয়েরা, তেমন আর একদিকে একতারা সুর তোলেন বাসুদেব দাস।

    গানবাজনা শেষে বাড়ির চওড়া বারান্দায় আসনে বসে সামনে জলচৌকি পেতে তার ওপরে থালা রেখে খাওয়াদাওয়া শুরু করেন অমিত শাহ, দিলীপ ঘোষরা। কেন্দ্রীয় মন্ত্রীর বীরভূমের স্পেশ্যাল আলুপোস্তর খাওয়ার শখ ছিল। তেমনভাবেই আয়োজন করা হয়। এ ছাড়া ছিল নানারকম ভাজাভাজি, তরকারি। এদিন কলাপাতার পাতে একে একে পড়ে এ সব পদ— ভাত, রুটি, মুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুপোস্ত, পালং শাক, টক দই, নলেন গুড়ের রসগোল্লা। আর শেষ পাতে ছিল বাসুদেব দাসের নিজের হাতে রান্না করা পায়েস। রীতিমতো এদিন আয়েশ করে চেটেপুটে বাঙালি রান্নার স্বাদ নিতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর এরপরেই তিনি রোড শো এ বেরিয়ে পড়েন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...