দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রবিবার, সাড়ে তিন বছর পর, আজ পাহাড়ে পা রেখেই নিজের হারানো শক্তি প্রদর্শন করলেন বিমল গুরুং। আজ দার্জিলিং চকবাজারে তাঁর সভাকে ঘিরে গোর্খা জনমুক্তি মোর্চার গুরুংপন্থী কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উন্মাদনা ও উদ্দীপনার চাপে ভিড় নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। গত সভা গুলির মতই এই সভাতেও আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রতি নিজের সমর্থন জাহির করেন। এর পাশাপাশি বিনয় তামাং ও অনিত থাপা শিবিরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন।


গুরুং শুধু গোর্খাল্যাণ্ডের দাবি নয় সেই সাথে সভামঞ্চ থেকে এদিন বিনয় ও অনিতদের রীতিমতো হুমকি দিয়েছেন। আজ তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে বিনয় তামাং ও অনিত থাপাকে পাহাড় ছাড়তে হবে।” অন্যদিকে বিনয়-অনিত শিবির ২৬ ডিসেম্বর পাহাড়ে পাল্টা পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন। সম্প্রতি অনিত থাপা বলেছেন, “পাহাড়বাসী কার সঙ্গে রয়েছে তা ২৬ তারিখই প্রমাণ হয়ে যাবে। বিমল গুরুংকে সেদিনই চ্যালেঞ্জ জানানো হবে।”


রবিবার ব্যান্ড পার্টি, গান, নাচে যেন উৎসবের মেজাজে ছিল দার্জিলিং চকবাজার মোটর স্ট্যান্ড। সবুজ-হলুদ-সাদা এই ত্রিবর্ণ পতাকায় ধরা পড়ে মানুষের উচ্ছাস। এদিন মঞ্চ থেকে মোর্চার বিনয় শিবিরকে ‘ডুপ্লিকেট বিজেপি’ বলে কটাক্ষ করেন বিমল গুরুংয়ের অনুগামী নেতারা। বিমল গুরুং, রোশন গিরিরা এদিন সভামঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে পাশে থাকার বার্তা দিয়েছেন। সেইসাথে গুরুং এদিন কর্মী ও সমর্থকদের বিধানসভা ভোটে তৃণমূলকে জেতানোর জন্য উদ্যোগী হতে বলেন।

