দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই শুভেন্দু অধিকারীকে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় বাহিনীর ৩০ জন জওয়ান এবং ১০ জন কমান্ডার ছাড়াও তারসঙ্গে থাকছে বুলেটপ্রুফ গাড়ি। আজ এই নিরাপত্তা বলয়ে মুড়েই কাঁথির শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু।আজ কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমেই তিনি যাবেন বিধানসভায়।
উল্লেখ্য সদ্য তৃণমূলে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও তাঁর দেওয়া ইস্তফাপত্র গ্রহণ করতে চাননি রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।বলা হয় বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও সেটা বিধিসম্মত নয়, তাই তা গৃহীত হয়নি। এরপর আজই শুভেন্দু অধিকারীকে বিধানসভায় তলব করেছেন তিনি।তাই আজ কলকাতায় এসে প্রথমেই বিধানসভায় যাবেন শুভেন্দু।
অপরদিকে জেডপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার পরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন শুভেন্দু। এমনকি খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।প্রসঙ্গত তৃণমূল ছাড়ার রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে । আজ এবিষয়েই আজ রাজ্যপালের সাথে বৈঠক করবেন শুভেন্দু।
জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে রাজ্যপাল এবং স্পিকারের সাথে দেখা করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

