দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য জুড়ে সবাই যখন বিজেপিতে নাম লেখাচ্ছেন তখনই সবাইকে অবাক করে দিয়ে বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
আজ কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷এদিন বিজেপি ত্যাগ করেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সুজাতা বলেন ‘বিজেপিতে সম্মান মর্যাদে নেই। পরিশ্রমী কর্মীদের কোনও জায়গা নেই। পরিশ্রমের পর যদি কোনও তপশিলি মহিলার সম্মানহানি হয় তাহলে সেখানে থাকা যায় না। দিনের পর দিন অত্যাচার সহ্য করা যায় না। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অপরদিকে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসাবে তিনি জানান “নিঃশ্বাস নিতে চাই, সম্মান পেতে চাই৷ যোগ্য দলে যোগ্য নেত্রী হয়ে কাজ করতে চাই। তাই আবার কাজ করতে চাই আমার প্রিয় দিদির সঙ্গে এবং প্রিয় দাদাদের সঙ্গে৷”এছাড়াও তিনি জানান তাঁর স্বামী তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁরও শুভবুদ্ধি হলে তিনিও তৃণমূলে ফিরে আসবেন।