দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিধানসভা ভোটের আগে এবার তৃণমূল বিজেপি টুইট যুদ্ধে সরগরম বাংলার রাজনীতি।একদিকে যখন একের পর এক তৃণমূল নেতার দলবদলে তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত তখনই দলের সপক্ষে নতুন সুর তুললেন রাজ্যের ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোর।তাঁকে পাল্টা দিতে ময়দানে নামলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রধান পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এবং বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন।
কোনো রকম রাখঢাক না রেখেই বিজেপি কে কটাক্ষ করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাজ্যের ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোর। এদিন টুইট করে তিনি বলেন “সংবাদমাধ্যমের একটি অংশ পক্ষপাতদুষ্ট। তারা নানা ভাবে ধোঁয়া তুলছে। কিন্তু বাস্তবে, পশ্চিমবঙ্গে দুই অঙ্কের আসন পেতেও বেগ পেতে হবে বিজেপিকে। দয়া করে আমার এই টুইটটি সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি আমার জায়গা থেকে সরে দাঁড়াবো। “
প্রসঙ্গত সম্প্রতি রাজ্য সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে যান আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পাবে বিজেপি। তিনি স্লোগান তোলেন ‘অব কি বার, ২০০ পার।’আর তারপরেই এদিন বিজেপিকে কটাক্ষ করে এহেন টুইট করলেন তৃণমূলের ভোটকূশলী প্রশান্ত কিশোর।
অপরদিকে প্রশান্ত কিশোরের এই ট্যুইটের পরেই পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। নাম না-করেই ট্যুইট করে তিনি লিখেছেন “বাংলায় বিজেপি-র যে সুনামি চলছে, তাতে সরকার গঠন করার পরে এই দেশ একজন নির্বাচনী রাজনীতিকারকে হারাবে।”
উত্তর দিয়েছেন কেন্দ্রীয় নেতা বাবুল সুপ্রিয়ও।প্রশান্ত কিশোরকে সরাসরি কটাক্ষ করে তিনি লিখেছেন “খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূল ওঁকে কী খাবার খাওয়ায়? সবচেয়ে ভাল বিষয় হল, ২০২১ আসুক, দেখবেন না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি।’’
পিকে -কে টুইটারে আক্রমণ শানিয়েছেন বিজেপির সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেননও। তিনি লিখেছেন “অন্যের ভবিষ্যদ্বাণীর উপর বিজেপি চলে না, আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করি।বিজেপি পশ্চিমবঙ্গে ২০০ আসন জিতবে, আপনাকে আগাম শুভেচ্ছা আর বিদায় জানাই।”