দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:সভার পাল্টা সভা, জমে উঠেছে রাজ্য রাজনীতি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাল্টা হিসাবে আগামী ২৯ ডিসেম্বর বোলপুরের রোড-শোতে পা মেলাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নের সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে তৃণমূল নেত্রী ঘোষণা করেন, “আমি ২৮ তারিখে বীরভূম যাব। ২৮ তারিখে সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক রয়েছে। দলের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠকও করার কথা রয়েছে। ২৯ তারিখ দুপুরে র্যালি করব। কেষ্টরা ঠিক করবে। আমি বেলা দেড়টায় যাব। ওরা বোধহয় বেলা ১২টা থেকে জমায়েত করবে।”
আরো পড়ুন:
উল্লেখ্য রবিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের গড় বলে পরিচিত বোলপুরের বিশাল রোড শোতে মানুষের ঢল দেখে অমিত শাহ দাবি করেছিলেন এই রোড শো ঐতিহাসিক।এপ্রসঙ্গে এদিন বিজেপি কে কটাক্ষ করে অনুব্রত মন্ডল বলেন “বহিরাগতদের এনে রোড শো ভরিয়েছে বিজেপি। আমি তো পাড়ার কর্মসূচিতেও এর চেয়ে বেশি লোক জড়ো করি। ভাড়া করে লোক এনে লাভ আছে? এক ঘণ্টার নোটিসে এর থেকে বেশি লোক আনতে পারি। সোনার বাংলা গড়ব বলছে! সোনার ভারত গড়ুক আগে। বীরভূমে সবকটা আসন আমরাই পাব।”
এছাড়া তিনি দাবি করেন বোলপুরে পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে লোক এসেছেন। অনেকে কাটোয়া থেকে এসেছেন। পাশাপাশি তাঁর আরও দাবি, মুর্শিদাবাদ থেকে ১০০-র বেশি গাড়ি করে লোক এসেছিলেন মিছিলে।
প্রসঙ্গত রবিবার বোলপুরে অমিত শাহ যখন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরে ঘুরে দেখছিলেন তখনই জাতীয় সঙ্গীত ‘জনগণমন’–র পরিবর্তনের জিগির তুলেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।জানা গেছে,রবীন্দ্রনাথ ঠাকুরের এই ‘অবমাননা’কে হাতিয়ার করেই আগামী ২৯ ডিসেম্বর বীবভূমে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বোলপুরের শাহী সভাকে চ্যালেঞ্জ করে ২৯ ডিসেম্বর পাল্টা সভা মমতার

