দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:নতুন নাগরিকত্ব আইন তথা সিএএ নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে জমতে থাকা দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ পাচ্ছে শান্তনু ঠাকুরের গলাতেই। উল্লেখ্য সদ্য রাজ্য সফরে এসে শনিবার সিএএফ প্রসঙ্গে আশায় জল ঢেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দেন “করোনা পরিস্থিতির মধ্যে এত বড় অভিযান সম্ভব নয়। বিধি প্রণয়নের কাজ চলছে। করোনার টিকা বাজারে এলে ও সংক্রমণ নিয়ন্ত্রণে এলে আমরা এবিষয়ে ভাবব।”
এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়ের নেতা তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি জানান অমিত শাহকে মতুয়াদের সামনে এসেই সিএএ প্রসঙ্গে রাখতে হবে তাঁর বক্তব্য।এপ্রসঙ্গে তিনি রায়গঞ্জের রেল ময়দানে মতুয়াদের জনসভা থেকে দাবি জানান “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে মতুয়া সমাজে বলুন যে উনি আগামীতে সিএএ নিয়ে কী করতে চাইছেন? কী পদক্ষেপ নিচ্ছেন? কবে সিএএ প্রয়োগ হতে পারে? রুল কবে হবে? রুলে কী কী বিষয় আছে? সবটা স্পষ্ট করে মতুয়া সমাজে এসে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।”
আরো পড়ুন:তৃণমূলে যাওয়ার জন্যে স্ত্রী’র সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন সৌমিত্র খাঁ!
একই সঙ্গে এদিন তিনি বলেন “স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত ব্যাপার। CAA কবে কার্যকর হবে তা আমরা ঠিক করতে পারি না। সেই সিদ্ধান্ত কেন্দ্রকেই নিতে হবে। এর ভাল – মন্দ ওরাই বুঝবেন। তবে CAA কার্যকর করা নিয়ে আমি কোনও আপোসে যাব না।”
উল্লেখ্য নাগরিকত্ব আইন প্রণয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের গড়িমসির কারণে বিগত কিছু দিন ধরেই দলের সাথে শান্তনু ঠাকুরের সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সেইসঙ্গে বিজেপির ওপর চাপ বাড়াচ্ছেন মতুয়ারাও। এই পরিস্থিতিতে গত সপ্তাহে কৈলাস বিজয়বর্গীয় ঠাকুরনগর সফরে যে আশার সঞ্চার হয়েছিল অমিত শাহের বিরুপ মন্তব্যে যে তার নেতিবাচক প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতি কে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলও মতুয়া সম্প্রদায়ের জন্য কাজ করার টোপ দিয়ে শান্তনু ঠাকুর কে নিজেদের দলে টানতে চাইছে বলে খবর।