দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নতুন ধরণের করোনা যেটাকে সুপার স্প্রেডার বলা হচ্ছে তার জেরে ব্রিটেন নতুন করে জারি ‘লকডাউন’। সেই সাথে সারা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে নতুন করোনা স্ট্রেইন ও। ইতিমধ্যে গতকাল মধ্যরাত থেকে বন্ধ হয়েছে লন্ডন কলকাতা বিমানসংযোগও। কিন্তু তার মধ্যে লন্ডন থেকে কলকাতায় আসা দুই যাত্রীর শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় নতুন করে রাজ্যে শঙ্কা ও উদ্বেগ বাড়ল। তবে দুই লন্ডন ফেরত যাত্রীর শরীরে নতুন করোনা ভাইরাস স্ট্রেইন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: শেষ হল না সিনেমার শ্যুটিং, হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
উল্লেখ্য, শনিবার লন্ডন থেকে একটি যাত্রীবোঝাই উড়ান কলকাতায় আসে। যাদের মধ্যে দুজনের কাছে আরটিপিসিআর (RTPCR) রিপোর্ট ছিল না। বাদবকী সকলেরই রুটিন টেস্ট হয়। দেখা গিয়েছে রিপোর্ট বিহীন ওই দুজনের শরীরে করোনাভাইরাস সক্রিয়। সঙ্গে সঙ্গেই ওই দুই ব্যক্তির মধ্যে একজন কলকাতা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন, অন্যজন রাজারহাট সিএমসিআই-এ (CMCIA)ভর্তি। এই পরিস্থিতিতে এই দুজন আক্রান্তের শরীরে যদি নয়া কোভিড স্ট্রেইন মেলে, তবে নতুন করেই যুদ্ধ শুরু করতে হবে, মানছেন স্বাস্থ্যকর্মীরা।
সূত্র মারফত জানা গিয়েছে যে সংক্রমিত ওই দুই ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষা করে রিপোর্ট পাওয়ার জন্যে পুণেতে পাঠানো হয়েছে। ওই বিমানে আসা বাকি যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। উল্লেখ্য এই পর্যন্ত গত ১৫ দিনে লণ্ডন ফেরত ৬ জন যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস। তবে এবার পরিস্থিতি একটু অন্য রকম, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে ব্রিটেনে করোনার নতুন স্ট্রেইন মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ব্রিটেনের সঙ্গে সব দেশের সাথে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ হয়েছে । নতুন স্ট্রেইনটি পাওয়া গিয়েছে ইতালিতেও। এই নতুন করোনা এড়াতে মহারাষ্ট্রে নতুন করে জারি হয়েছে নাইটকার্ফু।