দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ সন্ধ্যা বেলায় আচমকাই বাইপাসের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়।আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় পূর্বাশা আবাসনের পার্শ্ববর্তী প্রায় ৩৫টি ঝুপড়ি।ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসীরা।
আরো পড়ুন: আগামী কাল দক্ষিণেশ্বর পৌঁছবে প্রথম মেট্রো রেল!
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন।পরে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হতে থাকলে দ্রুত ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়।বর্তমানে ১৫টি ইঞ্জিনের ২ঘন্টার চেষ্টায় আগুন আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসুও।এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন “আগুন কীসের থেকে লেগেছে তা স্পষ্ট নয়।সবাইকে নিরাপদে বের করা আনা সম্ভব হয়েছে।প্রায় ৩৫ টি ঝুপড়ি তে আগুন লেগেছে।মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। “
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট না হলেও এলাকাবাসীদের কথায় সিলেন্ডার ফেটেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীদের অভিযোগ দমকল বাহিনীর আসতে দেরী হওয়ার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নেভাতে দেরী হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
অপরদিকে বাইপাসের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রায় ২ ঘন্টার জন্য স্তব্ধ হয়ে পড়ে বাইপাস লাগোয়া উত্তর এবং দক্ষিণ লেনের যান চলাচল। ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।যদিও ধীরে ধীরে তা স্বাভাবিক হতে শুরু করেছে বলে খবর।