25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    দল বিরোধী মন্তব্যের জেরে এবার অগ্নিমিত্রা পাল-কেও শোকজ নোটিশ পাঠালো বিজেপি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:সায়ন্তন বসুর পর এবার অগ্নিমিত্রা পাল-কেও শোকজ নোটিশ পাঠালো বিজেপি।জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে দল বিরোধী মন্তব্য করেছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।এবিষয়ে বুধবার তাঁকে শোকজ নোটিশ পাঠিয়ে আগামী সাতদিনের মধ্যে জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিনের শোকজ নোটিশের বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে দলবিরোধী এবং নিম্নরুচির মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। এই ধরনের মন্তব্য দল একেবারেই সমর্থন করে না।জানা গেছে দিলীপ ঘোষের নির্দেশেই অগ্নিমিত্রা পালকে শো-কজ নোটিশ পাঠিয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

    উল্লেখ্য সম্প্রতি জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে ইস্তফা দিয়েছিলেন। পরে অবশ্য একরাতের মধ্যেই তিনি আবার দলে ফিরে এসেছিলেন। কিন্তু তিনি দল ছাড়ার সঙ্গে সঙ্গেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হলে গেরুয়া শিবিরে ব্যাপক বিরোধিতা শুরু হয়।সেই সময়েই অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমে বলেন “শুভেন্দুবাবু এলে তাঁকে স্বাগত। তবে জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলের মানুষই পছন্দ করেন না।”

    জিতেন্দ্র তিওয়ারি কে কেন্দ্র করে এই মন্তব্যের কারণেই দলীয় সংবিধানের ২৫ডি আর্টিকেল অনুসারে তাঁকে বহিষ্কার করা হতে পারে বলে খবর। তবে, কেন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না তার জবাব চেয়ে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। যদিও শোকজের চিঠি প্রসঙ্গে অগ্নিমিত্রা পালের তরফে এখনও কোনও প্রতিক্রয়া পাওয়া যায়নি।

    অপরদিকে দল বিরোধী মন্তব্যের কারণে গতকাল ই শোকজ করা হয় বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকেও। উল্লেখ্য জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে তিনি প্রকাশ্যে বলেছিলেন জিতেন্দ্র তিওয়ারি যাতে বিজেপিতে যোগ না দিতে পারেন তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলবেন । আর এই কারণেই এবার গতকাল সায়ন্তন বসুকে শোকজ নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে জবাব চেয়ে পাঠিয়েছিল বিজেপি। এছাড়াও গতকাল একই কারণে শোকজ করা হয়েছে আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা এবং নাগরাকাটার মণ্ডল সভাপতি সন্তোষ হাতিকেও।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...