দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:উৎসবের মরশুমে দার্জিলিংয়ের পর্যটকদের জন্য সুখবর।দীর্ঘ ৯ মাস পর আগামীকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকেই করোনাবিধি মেনে চালু হচ্ছে টয়ট্রেন। রাজ্য সরকারের তরফে ছাড়পত্র মিলতেই ক্রিসমাসেই পর্যটকদের টয়ট্রেন উপহার দিয়ে দিতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
এপ্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা একে মিশ্র জানান, “আমরা পরিষেবা আবারও শুরু করতে তৈরি ছিলাম। পরিষেবা শুরুর জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেয়েছি আমরা। প্রাথমিকভাবে ২৫ ডিসেম্বর দার্জিলিং এবং ঘুমের মধ্যে জয়রাইড শুরু হবে।” প্রথমটি সকাল সাড়ে নটা থেকে সাড়ে ১১টা, দ্বিতীয়টি ১২টা থেকে ১টা ৪০ এবং তৃতীয়টি ১টা ৫০ থেকে পৌনে ৪টে পর্যন্ত চালানো হবে।
তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে যাত্রীদের করোনা বিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। জানা গেছে আপাতত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জয় রাইডগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।তবে ধাপে ধাপে বাকি পরিষেবাও চালু হবে।
দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে খবর, সপ্তাহের সাতদিনই থাকছে পাহাড়ের জয় রাইডগুলো।জানা গেছে আপাতত যে তিনটে ট্রেন চালু হচ্ছে তার মধ্যে দুটি স্টিম এবং একটি ডিজেল ইঞ্জিন। এক্ষেত্রে প্রথম ট্রেনের ভাড়া মাথাপিছু এক হাজার পাঁচশো টাকা, দ্বিতীয়টির ভাড়া হাজার টাকা এবং তৃতীয়টি এক হাজার ছশো টাকা ।
উল্লেখ্য চলতি বছরে মার্চ মাস থেকেই করোনা সংক্রমণের জেরে দীর্ঘ লকডাউনের পর থেকেই অনান্য সবকিছুর মতোই বন্ধ করে দেওয়া টয়ট্রেন পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষার পর ফের টয়ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশীর হাওয়া পাহাড় প্রেমীদের মনে।