

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গতকাল থেকে উত্তেজনার পারদ চড়ছিল চড়চড়িয়ে। এই কাঁথিতে গতকাল সুবিশাল মিছিল এবং সভা করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সেই মঞ্চ থেকে শুভেন্দুকে বিভিন্ন ভাষায় তীব্র আক্রমণ করেছেন। আর আজ ঠিক তার পরের দিন অর্থাত্ বৃহস্পতিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর পাল্টা কর্মসূচি। আজ সকাল থেকেই মেচেদা বাইপাস চত্বরসহ কাঁথির বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গিয়েছে গেরুয়া পতাকায়। আজ জেলা বিজেপিকে সাথে নিয়ে এদিনের কর্মসূচিতে শুভেন্দুর এটাই প্রমাণ করার যে কাঁথি এখনো তাঁরই।
মিছিল দেখে আজ মানুষের উত্সাহ তুঙ্গে। আজ দুপুর আড়াইটে নাগাদ কাঁথির শান্তিকুঞ্জ বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। হাসিমুখে বাড়ি থেকে বেরিয়ে মেচেদা বাইপাস মোড়ের দিকে গাড়ি নিয়ে যান তিনি। ততক্ষণে সেখানে বিপুল জমায়েত। আজ বাইপাস মোড় গেরুয়া রঙের পতাকায় মোড়া, ফুল দিয়ে সাজানো সুসজ্জিত ট্যাবলো। সেখানেই দাদার অনুগামীরা হাত দিয়ে শৃংখল তৈরি করে শুভেন্দুকে সেই গাড়িতে তুলে দেন। তার কিছুক্ষণ পরেই মিছিল শুরু হয়। চতুর্দিকেই ছিল শুধু জয় শ্রীরাম স্লোগান।


আজ গেরুয়া টিপ পরা শুভেন্দু ট্যাবলো থেকে মাইক হাতে নিয়ে কপালে জয় শ্রীরাম স্লোগান দেন। মিছিল শুরু হওয়ার পর যত এগিয়েছে, ততই তার কলেবর বৃদ্ধি পেয়েছে। অসংখ্য সাধারণ মানুষও মিছিলে পা মিলিয়েছেন। আজ যেদিকে চোখ যায় শুধু গেরুয়া পতাকাধারী বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মেচেদা বাইপাস থেকে মিছিল শুরু হয়েছে। সেটি শেষ হবে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। সেখানেই সভা থেকে বক্তব্য রাখবেন শুভেন্দু। আজ শুভেন্দুর সঙ্গে রয়েছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, সহ-সভাপতি শঙ্কুদেব পান্ডা, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারসহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বরা।
অন্যদিকে গতকাল তৃণমূল বিশাল মিছিল করেছে কাঁথিতে। মেদিনীপুরের ভূমিপুত্রকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ২১ বছর পর দল পরিবর্তন করে শুভেন্দু আজ গেরুয়া পতাকার ব্যানারে রোড শো তে যোগ দিলেন। দল পরিবর্তনের পরে নিজের জেলায় এটাই শুভেন্দুর প্রথম রাজনৈতিক কর্মসূচি। শুধু বিজেপি বলে নয়, তৃণমূলেরও মিছিলের ওপর নজর রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভা নির্বাচনে কাঁথি তথা পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি তৃণমূলকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে! আর সেকারণেই আজ এই মিছিল ও সভার দিকে জেলা তৃণমূল নেতৃত্ব’র নজর। এদিন রাস্তা জুড়ে বিজেপির পতাকার পাশাপাশি ছিল শুভেন্দুর বড় বড় পোস্টার। তাতে লেখা আমরা দাদার অনুগামী। যদিও পরপর দুদিন কাঁথি দুটি ভিন্ন দলের মিছিল দেখছে। তবে ভিড়ের নিরিখে একদল অন্য দলের সঙ্গে সমানে পাল্লা দিয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির পাল্লা ভারী কাঁথির ময়দানে সেকথা বলাই বাহুল্য বলছেন পর্যবেক্ষকেদের একাংশ।