দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অমর্ত্য সেন বোলপুরে সরকারি জমি জোর করে দখল করে রেখেছেন। আর এই মর্মে অভিযোগ উঠেছে এই বর্ষীয়ান নোবেল জয়ী প্রফেসরের বিরুদ্ধে। আর এই অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার নবান্নতে আয়োজিত প্রেস কনফারেন্সে এই অভিযোগের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি জানান যারা অমর্ত্যবাবুকে অপমান করেছে তাদের কাছে ‘বাংলার হয়ে তিনি ক্ষমা চাইছেন’।
সম্প্রতি বিশ্বভারতীর এক বৈঠকে বর্তমান উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী জানান, অমর্ত্য সেন নাকি তাঁকে ফোন করে বলেছেন তিনি ভারতরত্ন অমর্ত্য সেন বলছেন। এমনকি তাঁর বাড়ির সামনে থেকে হকারদের সরিয়ে দেওয়া নিয়েও নাকি তিনি বিরোধিতা করেছেন। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার মেয়ে সেই হকারদের থেকে সবজি কেনেন তাই সেই হকারদের সেখান থেকে সরানো যাবে না। আর এর পরেই উপাচার্যের এই বক্তব্যে সন্দেহ প্রকাশ করে বিশ্বভারতীর শিক্ষক সংগঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য অমর্ত্য সেনকে গোটা বিষয়টি ইমেইল করে বিস্তারিত জানতে চান। তবে সম্পূর্ণ বিষয়ে ইমেল থেকে জেনে অর্থনীতিবীদ জানান তাঁর তরফে এরকম কোন ফোন উপাচার্যকে করা হয়নি।
আর এদিন এই প্রসঙ্গে টেনে তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি অমর্ত্য সেন কে সম্মান করি। শুধু আমি নই সারা বিশ্ব তাঁকে সম্মান করে। আপনারা কি বিশ্বাস করেন যে অমর্ত্য সেন এমন হবে যে উনি শান্তিনিকেতনে জমি দখল করে বসে থাকবেন। যারা এইসব বলছেন তারা তার সম্পর্কে কতটুকু জানেন?” এরপরে বিজেপি কে নিশানা করে তিনি জানান, “অমর্ত্য সেন একটু বিজেপির বিরুদ্ধে। তাই তিনি বাড়ি দখল করেছেন, হকার বসিয়েছেন, তার প্রতিটি বাড়ি নিয়ে যা ইচ্ছা বলে যাবে তা বাংলার মানুষ বরদাস্ত করবে না। আমি বাংলার মানুষের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি”।
মুখ্যমন্ত্রী আরো বলেন, “আমাদের দুর্ভাগ্য যে কুকথা অসত্য অর্ধসত্য ভাষায় লোকে গালাগালি করছে। আমাকে আঘাত করতে করতে বাংলার মনীষীদের আঘাত করছে। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্ম নিয়েছিলেন। এরা কি চাইছে বাংলার ইতিহাসকে ভুলিয়ে দিতে”? সবশেষে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের এই অপমান প্রসঙ্গে বাংলার বুদ্ধিজীবীদের কাছে আবেদন করেন তারা যেন এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হোন। পাশাপাশি ২৮ ও ২৯ ডিসেম্বর বোলপুরে মুখ্যমন্ত্রীর যে সভা ও রোড শো রয়েছে সেখানেও অমর্ত্য সেনের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাবেন বলে এদিন জানান তিনি। তিনি জানান যে এক ইঞ্চিও জমি তিনি ছাড়বেন না বিজেপি কে। আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে তিনি কৈফিয়ত নেবেন।