25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    সিঙ্গুরে শিল্প! তাজপুরে বন্দর! আজ নবান্নে’র গণমাধ্যম বৈঠকে মুখ্যমন্ত্রী’র জোড়া ঘোষণা!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দুটি বড় ঘোষণা করলেন। টাটা’র ন্যানো কারখানা চলে যাওয়ার পর দীর্ঘ ১০ বছর কেটে গিয়েছে। এই সিঙ্গুরের মাটিকে আঁকড়ে ধরেই ক্ষমতায় এসেছিল বর্তমান শাসকদল। আর সেই সিঙ্গুরে নতুন শিল্প ভাবনা রাজ্য সরকারের। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে। ১১ একর জমিতে পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম। ইতিমধ্যই পাার্কের পাঁচিলের কাজ শুরু হয়েছে। তিনি জানান, ১০ কাঠা থেকে ৩০ কাঠা পর্যন্ত প্লট দেওয়া হবে। বড় প্লটও দেওয়া হবে। শিল্পপতিরা যেমন চাইবেন তেমন জমি পাওয়া যাবে ওখানে।

    মুখ্যমন্ত্রী জানান, তাজপুর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে শিল্প গড়ে উঠবে। তাজপুর সমুদ্র বন্দরে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। তাজপুরে বন্দর তৈরির জন্যে টেণ্ডার চেয়ে আগামী সোমবার রাজ্য সরকার বিজ্ঞাপন দেবে। তাজপুরে বন্দর হলে পূর্ববর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সব অঞ্চল থেকে লোহা-ইস্পাত রফতানি বৃদ্ধি পাবে। খড়গপুর সংলগ্ন এলাকায় ইস্পাত শিল্প বৃদ্ধি পাবে। এর জেরে কর্মসংস্থানও বাড়বে। ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। মত্‍স্যজীবীদের ঘরে টাকা আসবে। এছাড়াও পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৩৮ একর জমি নিয়ে নতুন প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী। ধানুকা গ্রুপ ই বিনিয়োগ করবে। তিনি জানান, সিলিকন ভ্যালিতে জমি দেওয়া হবে নতুন করে। ইতিমধ্যেই উইপ্রো চিঠি দিয়েছে।

    নতুন শিল্প আসলে তার জন্য জোর করে সরকার জমি নেবে না বলে আবারও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জোর করে আমরা জমি নেব না। আমাদের জমি আছে। সেখান থেকে দেব। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুনে বিরোধীদের দাবি। এই সিঙ্গুরেই যদি শিল্প করতে হয় তাহলে বুদ্ধবাবু কী ভুল করেছিলেন? উপরন্তু বাংলাকে কী আসলেই ১০ বছর পিছিয়ে দেওয়া হলো না? মুখ্যমন্ত্রী এর আগেও তো কোটি কোটি টাকা বিনিয়োগের হগল্প শুনিয়েছিলেন। কিন্তু সেগুলো কোথায় হয়েছে আর কতজনই বা কাজ পেয়েছে তার খতিয়ান কিন্তু দেন নি! সুতরাং এগুলো ভোটের চমক।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...