দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : জোরকদমে চলছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। করোনা এখন তুচ্ছ, সংবাদের পাতা ওল্টালেই পাবেন নানান রাজনৈতিক দলের বক্তব্য, আশ্বাস, ভরসা আরও কত কী! আর তার মধ্যেই কে কত আসন পাবে, অর্থাৎ কোন রাজনৈতিক দল কত আসন পাবে তার উপর নির্ভর করছে অনুব্রত মণ্ডলের পরবর্তী জীবন অর্থাৎ অনুব্রত মণ্ডলের দাবি, “তৃণমূল ২২০ আসন না পেলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি।”
প্রসঙ্গত, এদিন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সভা থেকে এমনটাই দাবি করেন তিনি। বলেন, “একুশের নির্বাচনে তৃণমূল ২২০টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব। কারণ আমি জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।” সাথেই বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি বলছে ওরা সোনার বাংলা গড়বে। তাহলে ওরা সোনার ভারত গড়তে পারল না কেন?”
আরো পড়ুন:কেন্দ্রীয় অনুষ্ঠানে মোদী-শাহ’র জোড়া আক্রমণের কেন্দ্রবিন্দু সেই তৃণমূল ও তার সরকার!
কিছুতেই বাংলায় NRC হতে দেবেন না তিনি, সভা থেকেই কড়া হুঁশিয়ারি অনুব্রত’র। এর পাশাপাশি রাজ্য সরকারের প্রকল্পের প্রশংসা করে অনুব্রত বলেন, “রাজ্যে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি। মানুষ ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমার সুযোগ পাবে। পৃথিবীতে আর কোথাও এমন হয়নি।”