দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যের সাড়ে নয় লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে রাজ্য সরকার। মমতা ব্যানার্জী’র এই ঘোষণাতে সারা পড়ে গিয়েছে পড়ুয়া মহলে! তবে এত বিপুল পরিমাণ ট্যাব স্বল্প সময়ের মধ্যে সাপ্লাই করতে পড়ার মত কোম্পানী না থাকায় বিকল্প পথে বেছে নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ট্যাব এর বদলে ১০ হাজার টাকা করে পাঠানো হবে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট এ। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে এখন অন্য বিপাকে পড়েছে পড়ুয়ারা। নবান্ন ঘোষণা করেছে আগামী ২৮ তারিখের মধ্যেই পড়ুয়াদের তথ্য পাঠাতে হবে। এর অর্থ তথ্য পাঠানোর জন্য হাতে সময় মাত্র তিনদিন। সমস্যা অন্য যায়গায়। রাজ্যের স্কুলগুলি মনে করছে বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেক পড়ুয়ার নাম, ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড জানানোর জন্যে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে করে ফেলা এক কথায় অসম্ভব।
রাজ্যের স্কুল গুলির দাবি, এই মূহুর্তে একাধিক ব্যাংক পরস্পরের মধ্যে মিলে যাওয়ায় অনেকের আইএফএসসি কোড বদলে গিয়েছে। এছাড়া দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি বড় অংশের কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই। ফলে এই তথ্য জমা দেওয়ার দিন না বাড়ালে প্রচুর ছাত্র-ছাত্রী সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে।
উল্লেখ্য, আগামী বছর যারা উচ্চমাধ্যমিক দেবে তাঁদের একদিনও ক্লাস হয়নি। করোনা আবহে টানা ন’মাস রাজ্যের কোথাও রেগুলার ক্লাস হচ্ছে না। স্কুল কবে খুলবে তারও ঠিক নেই। সেই কারণে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা বৈঠকে বসেন। ২৮ ডিসেম্বরের মধ্যে নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এত দ্রুত সরকারি পোর্টালে নাম তোলা নিয়েই সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে সমস্যার কথা জানিয়ে ফোরামের তরফে চিঠি গিয়েছে স্কুলশিক্ষা দপ্তরে। কিন্তু সেই বিষয়ে এখনো কোনও সদুত্তর মেলেনি।