29 C
Kolkata
Monday, March 27, 2023
More

    সুখবর ! গঙ্গা সাগরের পুণ্য লাভ এবার ঘরে বসেই! উদ্যোগী রাজ্য সরকার!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সামনের মাসেই মকর সংক্রান্তির গঙ্গা সাগর মেলা। ফি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই পবিত্র স্নানের জন্য সাগরে জড়ো হন দেশ-বিদেশের পুণ্যার্থীরা। কিন্তু এখন করোনাভাইরাস আবহে রাজ্য সরকার এবার একটু ভিন্ন উপায়ে পুণ্যস্নান করানোর পরিকল্পনা করেছে। উত্তরাখণ্ডের প্রয়াগের কুম্ভমেলার পর গঙ্গাসাগর মেলা আমাদের দেশের সবচেয়ে বড় পুণ্যস্নান। যেহেতু এই অনুষ্ঠানে দেশজুড়ে আসা বিপুল মানুষের সমাগম হয়ে থাকে তাই খুব সহজেই করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।

    এর বিকল্প পথ হিসেবে বেছে নেওয়া হচ্ছে ডিজিট্যাল মাধ্যমকে। এবার মাউসের এক ক্লিকেই গঙ্গা-সাগর সঙ্গমের পবিত্র জল, পুজোর মিষ্টি এবং সিঁদুর পৌঁছে যাবে আপনার ঘরে। খরচ মাত্র ১৫০ টাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এই ন্যূনতম খরচায় ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে ঘরে গঙ্গাসাগর পরিষেবা দিতে চলেছে। সময় ও লাগবে খুব কম। বুকিং করার তিনদিনের মধ্যেই পাওয়া যাবে এই পরিষেবা। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে তীর্থ সামগ্রী প্যাক। প্রশাসনের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুন্দরিণী প্রকল্পের কর্মীরা।

    See the source image

    সূত্র মারফত জানা গিয়েছে এই করোনা পরিস্থিতির কারণে যাঁরা স্বশরীরে গঙ্গাসাগর মেলায় আসতে পারবেন না, তাঁরা ঘরে বসেই যেমন যাবতীয় জিনিস পাবেন ঠিক তেমনই বিভিন্ন সামাজিক মাধ্যমে গঙ্গাসাগরের লাইভ ভিডিয়ো দেখতে পাবেন। এছাড়া পুণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে থাকছে করোনা পরীক্ষার ব্যবস্থা। যদি কোনও পুণ্যার্থী মেলায় হাজির হওয়ার পর পরীক্ষার করোনা পজিটিভ রিপোর্ট হন, তাহলে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন তাঁকে হাসপাতালে ভরতি থেকে শুরু করে চিকিৎসা, সুস্থ করে বাড়ি পাঠানোর সমস্ত ব্যবস্থা করবে।

    See the source image

    মেলা প্রাঙ্গণ জুড়ে সামগ্রিক সুরক্ষার জন্যে প্রশাসনের তরফে ড্রোন, সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। সর্বমোট ২৫টি ড্রোন ও ১০০০ সিসি টিভি ক্যামেরা লাগানো হচ্ছে। আর এগুলো সব লাগানো থাকবে লট নম্বর আট থেকে সাগর মেলা গ্রাউন্ড পর্যন্ত। এবার মেলার ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার। গত বছরের মতো বয়স্ক এবং শিশুদের হাতে একটি কিউআর কোড সম্পন্ন রিস্টব্যান্ড দেওয়া হবে। যদি কেউ হারিয়ে গিয়ে থাকেন তাহলে হাতের QR code স্ক্যান করে প্রতিটি মানুষকে নথিভুক্ত করা তাঁর নাম ও ঠিকানা অনুযায়ী বাড়ি ফেরানো সম্ভব হবে। এতে হারিয়ে যাওয়ার ভয় আর থাকছে না। এছাড়াও মেলা প্রাঙ্গণে থাকবে প্রচুর স্বেচ্ছা সেবক।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...