দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনার কোপে এবার নিষেধাজ্ঞা জারি হল কল্পতরু উৎসবেও। অনান্য বছরের ন্যায় সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হলেও আগামী ১-৩ জানুয়ারি দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কাশীপুরের রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ। ভিড় এড়াতে দক্ষিণেশ্বর মন্দিরের উৎসবও স্থগিত করা হয়েছে।
আরো পড়ুন:কেন ‘ধমাকা’ বাতিল করেছিলেন কৃতি স্যানন?
তবে উৎসবের দিন যাবতীয় অনুষ্ঠান দেখা যাবে কাশীপুর উদ্যানবাটীর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট www.rkmcudyanbati.org এবং ইউটিউব চ্যানেল rkmcudyanbati -তে। সেখান থেকেই সরাসরি অনুষ্ঠানগুলির লাইভ স্ট্রিমিং করা হবে বলে জানা গেছে।
এবিষয়ে মঠের অধ্যক্ষ স্বামী বাগীশানন্দ জানিয়েছিলেন, “করোনা মহামারির কারণে এ বছর ভক্তদের জন্য দর্শন এবং অন্যান্য অনুষ্ঠান বন্ধ থাকবে। আগামী ১-৩ জানুয়ারি উদ্যানবাটীর ফটক বন্ধ থাকবে।”
কাশীপুর রামকৃষ্ণ মঠের তরফে জানানো হয়েছে,শ্রীরামকৃষ্ণ এবং সারদাদেবীর কুটিরে অনুষ্ঠান হবে। সকাল থেকে ভক্তিগীতি এবং পাঠ হবে। বিকেল ৫:২০ থেকে শুরু হবে আরতি এবং তারপর হবে ভজন।