28 C
Kolkata
Wednesday, March 29, 2023
More

    মাত্র ৩৪০ টাকা’তে সম্পুর্ণ দীঘা ভ্রমণ! হ্যাঁ, সত্যি!

    দ্য ক্যালকাটা মিরর: নিউইয়ার ধামাকা! সরকারের উদ্যোগে চালু হতে চলেছে নয়া পরিষেবা, কি এই পরিষেবা আসুন জেনে নিই বর্ষবরণের প্রাক্কালে ১৪ টি আসনযুক্ত একটি বাস দিয়ে এই পরিষেবা চালু হয়েছে। যা আপনাকে বিভিন্ন পর্যটন কেন্দ্র (Tourist spots)-এ নিয়ে যাবে। ট্যুরের খরচ অতিরিক্ত ব্যয় বহুল নয়। মাত্র ৩৪০ টাকা! অবাক হচ্ছেন তাই না!

    বছর প্রায় শেষের পথে! ক্রিসমাসের আনন্দে মাতোয়ারা বাঙালি। করোণার অশান্ত পরিবেশ কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক পথে হাঁটছেন বাঙালি। তবে এই নিউইয়ারে রাজ্যবাসীর জন্য বড় উপহার ঘোষণা করল সরকার।

    বছর শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে এক বিশেষ পরিষেবা চালু করছে সরকার। এই পরিষেবায় আপনি জলের দরে ঘুরতে পারবেন দীঘা শঙ্করপুর, তাজপুর‌ থেকে মন্দারমণির নিরিবিলি সুন্দর সমুদ্র সৈকতেও। এককথায় এ এক লোভনীয় পরিষেবা। বছরশেষে পর্যটকদের মনে আনন্দ দিতে এমনই এক অভাবনীয় উদ্যোগ নিল শংকরপুর উন্নয়ন সংস্থা।

    করোনা কালে চরম ক্ষতির মুখে পড়েছিল রাজ্যের পর্যটন শিল্প। তবে আনলক পর্বে আবার ও ঘুরে দাঁড়াচ্ছে এই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সাজানো হয়েছে দিঘা, মন্দারমণি-সহ বেশ কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রকে। এর জেরেই চালু হচ্ছে এমন পরিষেবা। এখন বাসের সংখ্যা সীমিত তবে, ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। এরই সঙ্গে আগামী দিনে আরও কয়েকটি পর্যটন কেন্দ্রে এই পরিষেবা চালু করারও ইচ্ছা তাদের।

    তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক, এই সফরের যাবতীয় খুঁটিনাটি বিষয়-
    “প্রতিদিন সকাল ৮.৩০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত পর্যটকদের নিয়ে ঘুরবে এই লাক্সারি বাসটি। দিঘার অপরাজিতা কটেজ থেকে ছাড়বে বাস। বাস ছাড়ার পর তা আধ ঘণ্টায় পৌঁছে যাবে শংকরপুর। সেখানে মিনিট তিরিশ থেকে ব্রেকফাস্ট সেরে সোজা তাজপুর। সেখান থেকে দাদনপত্রবাড়ে ও সিলামপুর। সেখান থেকে স্নান ও দুপুরের খাওয়া-দাওয়ার করে বাস রওনা দেবে অমরাবতী পার্কের উদ্দেশে। সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে গন্তব্য ওসিয়ানা বিচ ও তারপর ঢেউসাগর। ক্রিসমাস থেকেই আবার ঢেউসাগরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এরপর বিকেল ৪.৩৫ নাগাদ ঢেউসাগর থেকে দিঘা বিজ্ঞান কেন্দ্রের দিকে রওনা দেবে বাস। সেখান থেকেই ৬টা নাগাদ অপরাজিতা কটেজের সামনে আপনাকে নামিয়ে দেবে বাসটি।”

    তবে প্রশ্ন হল টিকিট কাটবেন কীভাবে? শোনা যাচ্ছে আপাতত অপরাজিত কটেজেই টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে অনলাইনেও পরিষেবা মিলতে পারে। তবে সফর নিশ্চিত করতে ভ্রমণের আগের দিনই টিকিট কেটে রাখবেন।

    তাহলে আর দেরি কেন? বছরশেষের আনন্দে, খুশির রোশনাইয়ে মাততে চটপট প্ল্যান করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...