দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফুটবলের ট্রান্সফার উইন্ডো নিয়ে আমরা অনেকেই উৎসুক হয়ে থাকি। কে কোন দলে যাবে, কোন ক্লাবের দল গোছানো ঠিকঠাক হয়েছে ইত্যাদি সেসব নিয়ে। কিন্তু এবার সেরকমই ভোটের খেলা শুরুর আগে দলবদলে সরগরম বাংলা। সব দলই নিজেদের পাকা গুটি গুছিয়ে নিতে চাইছে।
বিজেপি থেকে নাকি সাতজন তৃণমূলে যোগ দিয়েছেন, এরকমই দাবি পূর্ব বর্ধমানের তৃণমূল গোষ্ঠীর। বেড় মোড় এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি ত্যাগ করা কর্মীদেরকে বরণ করে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রাসবিহারী হালদার।
দল ভাঙা-গড়ার খেলায় একে অপরকে টেক্কা দিতে দুদলই জোর কদমে মাঠে নেমেছে। রাসবিহারী হালদার জানান যে যেসব মানুষ তৃণমূলে যোগ দিলেন তাদের মধ্যে সাত জন বিজেপি থেকে আসা কর্মী এবং তারা বিজেপি যুব শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃবৃন্দ।
বিজেপির দাবি যারা যোগ দিয়েছেন তারা নাকি প্রাণভয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে তাদের দলে যোগ দেওয়ার জন্য। কিন্তু তারা বিচলিত নন। এরমটাই বলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভম নিয়োগী।