দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা আবহে স্যানিটাইজার আর মাস্ক সচেতন মানুষের নিত্যদিনের সঙ্গী। স্যানিটাইজারের উৎপত্তি ভারতে নতুন নয়, বলাবাহুল্য করোনা ভাইরাস ভারতে প্রবেশের বহু আগে থেকেই স্যানিটাইজারের উদ্ভব ঘটেছিল এদেশে। তবে গত কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছে একটি বিশেষ স্যানিটাইজার।
এত অবদি হয়তো আপনি বিশেষ আগ্রহী ভাইরাল হওয়া স্যানিটাইজারের উপকারিতা শুনতে, অথবা স্বচক্ষে তা দেখতে!
আরো পড়ুন:সমুদ্রতীরে বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়
তবে এ প্রসঙ্গে, কয়েকদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দক্ষিন চব্বিশ পরগনায় সভা করতে গিয়ে বলেছিলেন, “করোনার ভ্যাকসিন এখনও আবিস্কার হয়নি। কবে হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, তা হল ভারতীয় জনতা পার্টি। করোনা কবে যাবে কেউ বলতে পারছে না, কিন্তু তৃণমূল কবে যাবে, তা সবাই জানে।”
এ না হয় রাজনৈতিক ভ্যাকসিনের কথা, এর সাথে স্যানিটাইজারের যোগসূত্র কী? এই বক্তব্যের পরেই ভাইরাল হয়েছে পদ্মফুল আঁকা প্যাকেটে স্যানিটাইজার। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বলেছেন, “বাংলাকে তৃণমূলমুক্ত করার জন্যই রাজ্যের সর্বত্র বিলি করা হবে এই স্যানিটাইজার।”
এই কর্মসূচিকে কটাক্ষ করেই আবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দেশের মানুষ এখন দুটি ভাইরাসের সাথে লড়াই করছে। এক করোনা, অন্যটি বিজেপি।”