দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অমিত শাহের পথেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ রোড শো করছেন। বোলপুরের লজের মোড় থেকে শুরু করে চৌরাস্তা মোড় হয়ে জামবনিতে গিয়ে শেষ হবে এই মেগা রোড শো। সেকারণে জামবনিতে একটি ছোট মঞ্চ করা হয়েছে। রোড-শো শেষে আজ সেখানে বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সকাল থেকেই তৃণমূল কর্মীরা বোলপুরের রাস্তায় জমায়েত শুরু করেন। বেলা বাড়তেই চোখে পড়েছে জনজোয়ার।
এই পথেই কয়েক দিন আগে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সভার পর অনুব্রত দাবি করেছিলেন, বাইরে থেকে লোক এনে রোড শো-তে ভিড় বাড়ানো হয়েছে। আবার মমতার রোড শো-র আগে বিজেপি জেলা নেতৃত্বও দাবি করেছেন, সংলগ্ন বর্ধমান-সহ অন্যান্য জেলাগুলি থেকে লোক এনেছে তৃণমূল।সেই রোড শো-তেও ব্যাপক জনসমাগম হয়েছিল। ফলে মঙ্গলবার মমতার রোড শো কার্যত তার জবাব। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই বলেছেন, আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে মঙ্গলবার মমতার এই রোড শো-তে। অন্য দিকে বহিরাগত তরজাও জমে উঠেছে।
যে-পথে রোডশো করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই একই পথে রোডশো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। তিন কিমি রোডশো করবেন মুখ্যমন্ত্রী। সবকিছু নিয়েই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বোলপুর শহরে ছেয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ডে। মুখ্যমন্ত্রীর রোডশোকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ব্যাপক। মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে সঙ্গে নানা স্থানে দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি।
আজকে রোডশোতে দুটি ট্যাবলো থাকবে তৃণমূলের। আজকের রোডশোতে লোক সংস্কৃতি তুলে ধরা হবে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হবে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোডশোর তুলনায় অনেক বেশি লোক সমাগম হবে মুখ্যমন্ত্রীর রোডশোতে।
তবে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মুখ্যমন্ত্রীর রোডশোতে অন্য জেলা থেকে লোক আনার হুমকি দিয়েছে তৃণমূল। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা অভিযোগ করেছেন যে, কেতুগ্রাম, আউসগ্রাম সহ বীরভূমের বাইরে থেকে লোক এনে উপস্থিত করার হুমকি দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে, শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র বোলপুর মহকুমার বাসিন্দারাই উপস্থিত হতে চলেছেন মুখ্যমন্ত্রীর রোডশোতে।