দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:কাঁদছে কালী। মাতৃপ্রতিমার ডান চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে জল। যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও।তবে তাঁদের মা কেন কাঁদছেন তা নিয়ে সন্দিহান তাঁরাও।এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের কৃষ্ণমাটি এলাকার ছয়ঘড়ি পূর্ব পাড়ার একটি কালী মন্দির কে কেন্দ্র করে।
আরও পড়ুন:আজ বোলপুরে সাড়ে চার কিমি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! জনজোয়ারে ভাসছে বোলপুর!
স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার থেকেই আচমকা মায়ের ডান চোখ দিয়ে জল গড়াতে দেখা যায়।খবর জানাজানি হতেই মন্দিরে পুজো অর্চনা বেড়ে যাওয়ার পাশাপাশি রবিবার থেকেই কালীর কান্না দেখতে ভীড় জমে যায় মন্দির চত্বরে।
খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখার পর এলাকার মানুষদের বার্তা দিয়ে তাঁদের তরফে জানানো হয় মানুষ নিজেদের বিশ্বাস থেকে দেবদেবীর পূজা অর্চনা করেন ঠিকই,কিন্তু বাস্তবে প্রতিমার চোখ থেকে জল গড়াতে পারে না।তাঁদের দাবি এর পিছনে নিশ্চয়ই কারও হাত রয়েছে। নাহলে এহেন ঘটনা ঘটা অসম্ভব।
বিজ্ঞান মঞ্চের অনুমান, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্লিসারিন বা তরল জাতীয় কোনো পদার্থ তুলির অগ্রভাগ দিয়ে প্রতিমার চোখের কোণায় ঠেকিয়ে দিয়েছেন যার জেরেই এমন অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা।উল্লেখ্য বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের এই দাবির পর থেকেই, মন্দির চত্বর থেকে কমতে শুরু করে ভক্তদের ভিড়।