দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভিডিও কলেই পাতা রয়েছে ফাঁদ।দিন দিন সমাজে দেখা দিচ্ছে নিত্যনতুন অপরাধ প্রবণতা।নিজের অজান্তেই এবার এমনই এক ধরনের অপরাধের জালে জড়িয়ে পড়ছেন কোচবিহার জেলার একাধিক মানুষ।এবিষয়ে কোচবিহার পুলিশের তরফে জানানো হয়েছে সম্প্রতি এলাকায় একদল অসাধু ব্যাক্তির দল মাথা চাড়া দিয়ে উঠেছে । যাদের বেশীরভাগই রাজ্যের বাইরের মূলত পাঞ্জাব,হরিয়ানার বাসিন্দা।
আরো পড়ুন:সংবিধানের ১৫৬ (ক্লজ ১) দেখিয়ে রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতি’কে স্মারকলিপি পাঠালো তৃণমূল
দেখুন পুলিশের তরফের সেই ভিডিও:
তারা মধ্যরাতে ঠিক ঘুমানোর সময় আচমকাই অচেনা নম্বরে ভিডিও কল করে,কখনও সাধারণ মানুষদের আবার কখনও রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরক্ত করছে। এই ভাবে ফোন করে বারবার বিরক্ত করতে থাকছে তারা। শেষপর্যন্ত বিরক্ত হয়ে অনেকেই কল রিসিভ করে ৩থেকে ৪সেকেন্ড কথাও বলে ফেলছেন।
ব্যস এই কল রিসিভ করলেই মুশকিল। কারণ এরপরই শুরু হয় আসল চক্রান্ত। যে ৩-৪ সেকেন্ড কথা হয়েছে সেই ৩-৪ সেকেন্ডের ভিডিও ক্লিপিংস টা অন্য একটা পর্ণ ভিডিওর সাথে জুড়ে দিয়ে শুরু হয় ব্ল্যাকমেল পর্ব। আর জানা গেছে বেশীরভাগ ক্ষেত্রে এই ফাঁদে পা দিচ্ছেন বিবাহিত পুরুষরা এবং কম বয়সের তরুণরা।
তাই এই ব্যাপারে সচেতন করতে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড ফোনে অচেনা নম্বর থেকে কোনো ভিডিও কল এলে কেউ যেন রিসিভ না করেন।এই ব্যাপারে মানুষকে সচেতন করতে কোচবিহার পুলিশের তরফে মাইকিং করার পাশাপাশি সংবাদমাধ্যম এবং কেবল টিভির মাধ্যমেও প্রচার করা হচ্ছে। এছাড়াও জন সাধারণের কাছে অনুরোধ করা হয় সোসাল মিডিয়াতে এই ধরনের কোনো ভিডিও দেখেই যেন কেউ কোনো কিছু যাচাই না করে শেয়ার না করেন।