দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আগামী ৩১ জানুয়ারী পরীক্ষায় বসবেন টেট পরীক্ষার্থীরা। আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য এর আগে ২৩ ডিসেম্বরেই সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেট পরীক্ষার দিন ঘোষণা করেছিলেন।
আরো পড়ুন:করোনার থাবা বাড়ছে মেট্রোকর্মীদের উপর!
এরপররেই আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ৩১ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত আড়াই ঘন্টায় ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের৷ জানা গেছে ১৬ হাজার ৫০০ শূন্য পদের জন্য মোট আড়াই লক্ষ আবেদনকারী এই পরীক্ষা দেবেন। এর আগে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ -১৭ জানুয়ারি তাঁদের ইন্টারভিউ পর্ব শুরু হওয়ার কথা৷
করোনা আবহের মধ্যে সমস্ত রকম গাইডলাইন মেনেই অফলাইনে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরীক্ষার্থীদের সুরক্ষার্থে উপযুক্ত পরিকাঠামো তৈরি রাখার দাবি জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলি। তবে এই পরীক্ষায় শুধুমাত্র তাঁরাই বসতে পারবেন যাঁরা ২০১৭ সালের বিজ্ঞপ্তির পর ফর্ম ফিলাপ করেছিলেন।