দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পশ্চিমবঙ্গের গণতন্ত্র বহুবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এখানে নাকী শাসক দলের নিচু স্তরের কর্মীর সভাতেও পুলিশ পারমিশন মেলে, যেখানে বিরোধীদের পোস্টার দেওয়া নিয়েও পুলিশের অভিযান হয়। ঠিক এই রকমই দৃশ্য এবার ও চোখে পড়ল বর্ধমানে জে পি নাড্ডা’র রোড শো নিয়েও। দফায় দফায় ‘না’ করার পর অবশেষে বর্ধমান শহরে বিজেপি সভাপতি জেপি নড্ডার রোড শোয়ের অনুমতি দিল পুলিশ। তবে সেটা অনেক কমে মাত্র ১ কিমিতে সীমাবদ্ধ হয়েছে। উল্লেখ্য আগামিকাল বর্ধমানে রোড শো করবেন নড্ডা। এই মূহুর্তে সূত্রের খবর অনুযায়ী বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত এই ১ কিমি হবে কর্মসূচি।
রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, তাদের প্রস্তাবিত দূরত্বের একটা ছোট্ট অংশ মাত্রতে এই কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে পুলিশ। এই বিষয়ে পুলিশের দাবি নাড্ডা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। পুলিশ জানিয়েছে বর্ধমান শহরের ভিতরে সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। তাছাড়া ওই পথে রোড শো হলে শহরজুড়ে ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে।
তবে শেষ মুহূর্তে পুলিশি অনুমতি পেয়ে বিকল্প পথে কর্মসূচি সফল করতে ঝাঁপিয়েছেন বিজেপি রাজ্য নেতারা। তাঁরা জানিয়েছেন বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত এই ১ কিলোমিটার পথ সাজানোর কাজ শুরু হয়েছে। এই মূহুর্তে জানা গিয়েছে কার্জন গেটের কাছে উপস্থিত জনতার উদ্দেশে নড্ডা সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন।
জে পি নাড্ডা’র কর্মসূচী অনুযায়ী শনিবার তিনি বর্ধমানে পৌঁছে প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন। সেখান থেকে বিজেপি সভাপতি যাবেন বীরহাটায় রোড শোয়ে অংশগ্রহণ করতে। তবে আগামীকালের নাড্ডার এই রোড শো নিয়ে বর্ধমান শহর ও লাগোয়া অঞ্চললের মানুষের মধ্যে উদ্দীপনা যথেষ্ট তাত্পর্যপূর্ণ।