35 C
Kolkata
Monday, May 29, 2023
More

    ভাতৃত্বের বন্ধন দৃঢ় করবে নিমতৌড়ির কোভিড-১৯ রাখি

    দ্যা ক্যালকাটামিরর ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাখীপূর্ণিমা আসতে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। কোভিড-১৯ মহামারীর কারণে এবার অনিয়মিত লকডাউন ও সেই সাথে বিধিনিষেধ থাকায় সেভাবে বাজারে বসেনি বাহারি রাখীর পসরা। ,তবুও রাখী তৈরি ও তার প্যাকিংয়ের কিন্তু খামতি নেই। বরাবরই বাজারে সাবেকী রাখীর সাথে সাথে প্রতিবার  কিছু থিম রাখী থাকে। এবারও তার ব্যাতিক্রম নেই। তবে এবার রাখীর থিমেও স্পর্শ করেছে করোনা সতর্কতা।

    পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি হোমের আবাসিক ও দিব্যাঙ্গরা প্রতি বছর রাখী তৈরি করেন আপামর সাধরণ মানুষদের জন্যে। তাদের হাতে তৈরি রাখীতে বিগত বছর গুলোতে স্থান পেয়েছিল ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’, ‘মিশন নির্মল বাংলা’, ‘রক্তদান’ ‘কন্যাশ্রী’, ছাড়াও সাম্প্রতিক ঘটনাক্রম।

    বিগত বছর গুলোতে স্থান পেয়েছিল ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’, ‘মিশন নির্মল বাংলা’, ‘রক্তদান’ ‘কন্যাশ্রী’, ছাড়াও সাম্প্রতিক ঘটনাক্রম।

    -নিমতৌড়ির হোমে তৈরি রাখী

    তবে এবারের বিষাদঘন রাখীপূর্ণিমায় মানুষ কে রাখীর মাধ্যমেই উদ্বুদ্ধ ও সচেতন করার ব্রতে ব্রতী হয়েছে সাপলা সিকদার, গঙ্গা সামন্ত, প্রতিমা সামন্ত, মালবিকা বেরা, পম্পা দাস, পূজা মাইতি, সীমা কামিল্যা, সুমি সামন্ত, সহ আরও অনেকে।

    করোনা সতর্কী করন রাখী তৈরীতে ব্যস্ত নিমতৌড়ির হোম আবাসিক ও দিব্যাঙ্গরা। ছবি-দ্যা ক্যালকাটামিরর ব্যুরো।

    তাদের হাতে তৈরি এই রাখীতে এবার স্থান পেয়েছে ‘করোনাকে জয় করতে সামাজিক দূরত্ব বজায় রাখুন’, ‘মাস্ক ব্যবহার করুন’, ‘স্বাস্থ্য বিধি মেনে চলুন’ ইত্যাদি ইত্যাদি সরকারী স্বাস্থ্য বিধি।

    হোমের তরফ থেকে জানা গিয়েছে এবছর মোট ৫ হাজার রাখী তৈরীতে ব্যস্ত হোমের আবাসিকরা। যদিও করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক মন্দার জন্য অর্ডার খুবই কম। তবুও এই রাখী স্বাস্থ্য বিধি মেনে পথ চলতি সাধারণ মানুষকে সপ্তাহ ব্যাপী ভাতৃত্বের বন্ধনের সাথে সাথে জীবন সুরক্ষার বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

    ৫০০০ রাখী তৈরির সিদ্ধান্ত নিয়েছে নিমতৌড়ির আবাসিকরা। ছবি- দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো।

    এই বিশেষ করোনা রাখী বিক্রির জন্য হোমেই খোলা হয়েছে বিশেষ কাউন্টার। নিমতৌড়ি হোমের সাধারণ সম্পাদক জানান শুধু উপার্জন বা ভাতৃত্বের বন্ধন নয়, এখন এই ভয়াল ও আতঙ্কের পরিবেশে মানুষের কাছে দূত হয়ে বিশেষ সচেতনতার বার্তা পৌঁছে দেবে এই রাখী।

    তিনি আরও বলেন যে- “যত দিন না এই করোনা ভাইরাসকে রুখতে ভ্যাকসিন বের হচ্ছে তত দিন এই থিমে রাখী তৈরীর কাজ চলবে”।

    স্বাস্থ্য বিধি মেনে এই মহতি উদ্দ্যেশে তৈরি রাখীগুলি সংগ্রহ করার আহ্বান ও জানান তিনি। কোভিড-১৯ পরিস্থিতিতে ভাতৃত্বের বন্ধন ও সামাজিক সচেতনতা, উভয়কেই দৃঢ় করবে নিমতৌড়ির রাখী, এই আশাই করছেন হোমের আবাসিক সহ সকল আধিকারিকরা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...