দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : উত্তরবঙ্গের সর্ববৃহৎ বনাঞ্চল বক্সা ব্যাঘ্র প্রকল্পে বর্তমানে বাঘের সংখ্যা মাত্র ২টি । যদিও ২০১৮ এর ব্যাঘ্র শুমারিতে সেখানে কোনো বাঘের সন্ধান পাওয়া যায়নি । সম্প্রতি কোর এরিয়াতে ক্যামেরায় বেশ কয়েকবার দুটি বাঘের ছবি ধরা পড়ায় তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় গেছে । বাঘের সংখ্যা ব্যাপকহারে কমে যাওয়াতে আশঙ্কার কালোমেঘ ঘনীভূত হচ্ছিলো ক্রমশ, সময়ের সঙ্গে সঙ্গে তবে কি এই ব্যাঘ্র প্রকল্প সম্পূর্ণরূপে বাঘহীন হয়ে উঠবে? সেই ঝুঁকি না নিয়ে অবশেষে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধি করতে অসম’এর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে ৬টি বাঘ আনার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ বনদপ্তর। বর্তমানে ৭৪৫ স্কোয়্যার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এলাকায় বাঘের পাশাপাশি চিতল হরিণ, বন্য শূকর, হাতি সহ 73 ধরনের প্রজাতির অস্তিত্বের হদিশ রয়েছে।
রাজ্যের বন অধিকর্তা রবিকান্ত সিনহা’র দাবি, সরকার সিদ্ধান্ত নিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘেদের সংখ্যা বৃদ্ধি করবে। সেই কারণেই কাজিরাঙ্গা থেকে ৬টি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হচ্ছে। ইতিমধ্যে গোটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই বাঘ্র প্রকল্পে বাঘের সংখ্যা বৃদ্ধি করতে বদ্ধপরিকর বন দপ্তর।