দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :কুরবানীর ঈদ উপলক্ষে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের ভার প্রাপ্ত প্রশাসক ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসলেন মহামেডান কর্তারা l
এদিন সকাল বেলাতেই ফিরাহদের বাড়িতে ফুলের তোরা এবং মিষ্টি নিয়ে হাজির হন মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, সচিব ওয়াসিম আক্রাম, অর্থ সচিব শারিক আহমেদরা সেখানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এক ঘরোয়া আড্ডায় নানাবিধ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় l
ঈদের শুভেচ্ছা জানাতে ফিরহাদ হাকিমের বাড়ি গেলেন মহামেডান কর্তারা

