দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: গতকাল ছিল পবিত্র বকরী ঈদ। আর এই বিশেষ দিনটি আর পাঁচটা বছরের মত শুধু ধর্মীয় রীতিনীতির মধ্যে পালন না করে একটু অন্যরকমভাবে পালন করলেন মোহনপুর চকথলিয়া’র প্রদেশ তৃণমূল যুবকংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী সম্রাট তপাদার।
তিনি তার এলাকার মাধ্যমিকে এক কৃতী ছাত্রী ঈশিকা পারভীনকে সম্বর্ধনা জানান। তবে সম্রাট বাবু কিন্তু আর পাঁচ জনের মত পুরস্কার বা ফুল দিয়েই তার দ্বায়িত্ব সারেন নি। তিনি ঈশিকার উচ্চ শিক্ষার সমস্ত রকম দ্বায়িত্ব নিয়েছেন।
ঈশিকা এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ৬৫৩ নম্বর পেয়েছে। ঈশিকা যথেষ্ট মেধাবী ছাত্রী। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বরের লিস্টে রয়েছে ৮ টি লেটার আর গণিতে সে ১০০ নম্বরে ১০০ ই পেয়েছে।
সম্রাট বাবুর মতে, ঈশিকা তার অঞ্চলের আর বাকি মেয়েদের মধ্যে সব থেকে মেধাবী মেয়ে। তবে শুধু নম্বরের ভিত্তি তে ঈশিকার প্রশংসা করলেই হবে না। কারণ তাকে এই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে কঠিন সংগ্রাম করতে হয় রোজ।
তিনি ঈশিকার উচ্চ শিক্ষার সমস্থ রকম দ্বায়িত্ব নিয়েছেন।
সম্রাট বাবুর মতে ঈশিকার বাবা পেশায় একজন রাজমিস্ত্রীর যোগাড়ে। খুব কষ্টে তাদের দিন যাপন হয়। উপরন্তু কোভিড-১৯ এর কারণে কাজ কর্ম অনিশ্চিত হয়ে পড়ায়, ঈশিকার ভবিষ্যত্ পড়াশোনা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ে।
সম্রাট বাবুর এই জনহিতকর ও মানবিক মননের পরিচয় পেয়ে ঈশিকার পরিবার খুব খুশি। উচ্চ শিক্ষিত হতে পারবে জেনে ঈশিকাও খুব আনন্দিত। সম্রাট বাবুর মতে এক সংগ্রামী ও মেধাবী ছাত্রীর পড়াশোনার দ্বায়িত্ব নিতে পেরে তিনি নিজের মনের অন্তর্স্থল থেকে এক অন্য রকম আবেগ অনুভব করছেন। তিনি ঈশিকার আগামী ভবিষ্যত্ জীবনে নিজের পায়ে দাঁড়ানোর আশা করছেন। তিনি মনে করে ঈশিকা অতি শীঘ্রই তার নিজের পরিবারের মূল ভিত হতে পারবে।