দ্যা ক্যালকাটামিরর ব্যুরো:করোনা রোগের পাশাপাশি সমাজ জুড়ে এক নতুন রোগের উত্পত্তি হয়েছে, আর তা হলো এই রোগে আক্রান্ত মানুষদের ও তাদের পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা। বিগত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যম ও সোসাল মিডিয়াতে বেশ কিছু এই ধরণের সামাজিক বয়কটের খবর ভাইরাল হয়েছে, যেখানে আক্রান্ত খোদ বিডিও’র পরিবারও। এহেন পরিস্থিতিতে করোনা রোগীকে সামাজিক ভাবে বয়কট না করার বার্তা দিতে করোনা ভাইরাসের সাথেই প্রতীকধর্মী বিয়ে সারলেন বারাসাতের কালী রূদ্র।
কালী রূদ্র একজন পুরোনো রাজনৈতিক কর্মী। তাই সমাজের বিরূপ মনভাবের প্রতি প্রতিবাদে গর্জে ওঠা তার রক্তেই রয়েছে। তবে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি পঞ্চাশ পার করেই আবার বিয়ে করবেন। আর তাঁর এই বুড়ো বয়সের বিয়ে ঘিরে বিভিন্ন স্তরেই জল্পনা দানা বাঁধছিল।
আর এই জল্পনাকে স্বয়ং উস্কে দিয়ে কালী রূদ্র নিজেও জানিয়েছিলেন যে আগামী সোমবার অর্থাত্ আজ তিনি বিয়ে করতে চলেছেন। তবে এককভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে নয় বরং বিয়ের দিন উপস্থিত থাকার জন্যে সব মিলিয়ে জনা পঞ্চাশেক মানুষকে নিমন্ত্রন করে বসেন তিনি।
প্রস্তাবিত সময় অনুযায়ী আজ সকালে বিশেষ শুভলগ্ন দেখে তিনি বিয়ে করে ফেললেন। আর বিয়ে করলেন কাকে? খোদ করোনা ভাইরাসকে। না, অদৃশ্য ভাইরাস পাত্রী নয় এ পাত্রী করোনার বিগ্রহ।




অবশেষে করোনার সাথে বিয়েটা সেরেই ফেললেন বারাসাতের কালী রূদ্র
সোমবার সকালে কালী রুদ্রের এই অভিনব বিবাহ চাক্ষুস করলেন তার নিমন্ত্রিত অতিথি সহ পথ চলতি সাধরণ জনতা। করোনা ভাইরাসের রূপক এক বিগ্রহ কে মালা পরিয়ে বিবাহ বন্ধনে বাঁধলেন তিনি।
তাঁর এই বিয়ের মূল লক্ষ্য সামাজিক সচেতনতার বার্তা প্রদান। তাঁর বার্তা, রোগকে প্রতিহত করুন, রোগীকে অবহেলা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণাতে ‘করোনাকে কোলবালিশ করার’ বার্তায় দলীয় কর্মী কালী রূদ্র কার্যত এক নতুন মাত্রা যোগ করলেন। তিনি ‘করোনাকে তাঁর গৃহিনী’ বানিয়ে ফেললেন।
এই প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন- “করোনা আবহে, কোভিড রোগী বা তাঁর পরিবারের সদস্যদের সহমর্মিতার চোখে দেখা তো হচ্ছেই না, উল্টে তাঁদের ওপরে চলছে মানসিক নির্যাতন। সামাজিকভাবে করা হচ্ছে বয়কট। এ যেন মধ্যযুগীয় বর্বরতা ফিরে এসেছে সর্বত্র। আর এই বর্বরতা থেকে মুক্তি পেতে দিকে দিকে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়া হচ্ছে’।


বলাই বাহুল্য এই করোনা আবহে সামাজিক সচেতনতার এক নতুন দিগন্ত খুলে দিলেন বারাসাতের কালী রূদ্র।
প্রসঙ্গত উল্লেখ্য তিনি প্রকাশ্যে হিন্দু ধর্মমতে ফুল, বেলপাতা,মালা এবং মন্ত্রোচ্চারণ সহযোগে বিয়েটা সেরে নিলেন করোনা ভাইরাসের প্রতীকী মূর্তির সাথে।
সামাজিক দূরত্ববিধি মেনে বারাসাতের বনমালীপুরে এই অভিনব বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু নারী পুরুষ। কালী রুদ্রের এই সচেতন বার্তা প্রভাবিত করেছে এলাকাকে। সদ্য বিবাহিত করোনা’র নতুন স্বামী কালীরুদ্রের মতে, এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র।