আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব । কিন্তু করোনা মহামারী রাখি বন্ধন উৎসবকে অনেকটাই ম্লান করে দিয়েছে । দেশের এই কঠিন সময়ে বসিরহাটের চিত্রটা ছিল অনেকটাই অন্যরকম । ফুটবলার বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব রূপ নিলো করোনা মহামারী রুখে দেওয়ার সচেতনতা উৎসবে । বিধায়ক নিজেই যেমন রাখি পরিয়ে দিলেন ঠিক তেমনই অন্যদের দেওয়া রাখি পরে নিলেন হাসিমুখে ।
পথ চলতি মানুষ থেকে শুরু করে সবজি বিক্রেতা ,টোটো চালক কখনও বা মায়ের কোলের শিশুকে মাস্ক পরিয়ে দিলেন সচেতনতার বার্তা ।
তিনি মানুষকে শুধু করোনা থেকে সচেতন হওয়ার কথা বললে তাই নয় ,দিলেন সম্প্রীতির বার্তা । রাখি বন্ধনের এই পুণ্য লগ্নে ধর্ম বর্ণ নির্বিশেষে বসিরহাটের মানুষকে সঙ্গে নিয়ে আরোও সচেতন এবং সম্প্রীতি বজায় রেখে এই রাখি বন্ধন উৎসবকে সার্থক ও সর্বাঙ্গ সুন্দর করে তুলতে উদ্যোগী হয়েছেন ।


দলে যোগদানের প্রথম দিন থেকেই একজন দলীয় কর্মী হিসাবে মানুষের পাশে দঁড়ানোই জীবনের একমাত্র ব্রত হিসাবে গ্রহণ করেছেনা । করোনা মহামারীতে বসিরহাট ও তার সংলগ্ন মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে প্রমান করেছে ইতিমধ্যেই । আজ রাখি বন্ধন উৎসবেও ধরা পড়লো সেই একই চিত্র ।