দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে ইতিমধ্যে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, মন্দিরমণি সহ তমলুক, মহিষাদল, হলদিয়া প্রভৃতি এলাকায় হালকা বৃষ্টিপাত চলে। যার ফলে ইতিমধ্যে জেলার সৈকত শহর দিঘায় কড়া সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর সৈকত চত্বরে পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হয় সাধারণ মানুষকে। মৎস্য জীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।করোনা ভাইরাসের জেরে লকডাউনে ইতিমধ্যে দিঘা সহ আশেপাশের সৈকত এলাকা গুলি একেবারে পর্যটক শূন্য হয়ে রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করতে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। সকালে স্থানীয় বেশ কিছু মানুষ সমুদ্র তীরবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেলেও পরে পুলিশ তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে সমুদ্র উত্তাল হওয়ার ইতিমধ্যে মৎস্য জীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কোন মৎস্য জীবী যাতে মাঝ সমুদ্রে না যেতে পারেন সেজন্য ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে বিশেষ নজরদারি।