দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা মহামারীর জেরে স্বাভাবিক জনজীবন স্তব্ধ, কবে সব আগের ছন্দে ফিরবে জানেন না কেউই l তালা ঝুলছে দেশের বহু ধর্মস্থলেই, ইতিমধ্যেই বাতিল হয়েছে অমরনাথ যাত্রা, এরই মধ্যে এবার বাতিল হলো জন্মাষ্টমী উপলক্ষে চাকলা ধামে শ্রী লোকনাথ ব্রহ্মাচারীর জলযাত্রা l
প্রত্যেক বছর প্রায় দশ লক্ষ ভক্ত কলকাতার বাগবাজার, দক্ষিনেশ্বর ও বাবুঘাটের মতো গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেটে পারি দিতেন বাবা লোকনাথের জলাভিসেক করতে l কিন্তু এবার করোনা মহামারীর জেরে সেসব কিছুই হবে না l
চাকলা ধামের পরিচালনার দায়িত্বে থাকা লোকনাথ মিশনের পক্ষে জানানো হয়েছে রাজ্যে জুড়ে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে তারা এই বছরের মতো জলযাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন l জন্মাষ্টমীতে মন্দিরে যথারীতি পুজো হলেও ভক্তদের প্রবেশ মিলবে না l