দ্যা ক্যালকাটামিরর ব্যুরো, পূর্ব মেদিনীপুর: করোনা আবহেও যারা ভেবেছিলেন দু একদিনের জন্যে সাহস করে একটু কাছে পিঠে বেড়িয়ে আসি। সেই সব পর্যটকদের জন্যে এবার দু: সংবাদ। পূর্বমেদিনীপুর জেলার প্রাণ কেন্দ্র ও ঐতিহাসিক তমলুক শহরে আগামী সপ্তাহ সম্পূর্ণ লকডাউন থাকবে। ইতিমধ্যেই এই শহরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সাথে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পৌরসভা। পৌর অঞ্চলের মানুষের মধ্যে গোষ্ঠী সংক্রমণ এড়াতে আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত টানা সাতদিন সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার এই মর্মে তাম্রলিপ্ত পৌরসভার ব্যবসায়ী সমিতি ও পৌর এলাকার অন্তর্গত সমস্ত ক্লাব গুলো কে নিয়ে জরুরি বৈঠক হলো, তাম্রলিপ্ত পৌরসভায়। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন ও প্রতিটি পৌর ওয়ার্ডের কো-অর্ডিনেটররা।
কোভিড-১৯ পরিস্থিতিতে আগামী দিনগুলোতে কিভাবে সম্পুর্ন লকডাউনের মাধ্যমে মানুষ কে ঘরে আটকে রাখা যায় এবং এই লকডাউনকে সাফল্যমণ্ডিত করতে কিভাবে কোন এলাকায় কী নেওয়া হবে সেই জরুরী বিষয়গুলি নিয়েই এই বৈঠকে বিশদে আলোচনা হয়।
তাম্রলিপ্ত পৌরসভার স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী গত বুধবার পর্যন্ত তাম্রলিপ্ত পৌর এলাকায় মোট কোরনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৪ জন। এখনো পর্যন্ত ওই শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২ জনের।
তবে দৈনিক যে হারে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ তাতে যেমন উদ্বিগ্ন বাড়ছে প্রশাসনের তেমনি আতঙ্ক বেড়েই চলেছে শহর বাসীর। আজ এই জরুরী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার এবং রবিবার তমলুক পৌর এলাকায় সমস্ত দোকানপাট খোলা থাকবে। কিন্তু আগামী সোমবার থেকে পরবর্তি রবিবার পর্যন্ত টানা সাত দিন সম্পুর্ন তমলুক শহর সম্পূর্ণ লকডাউন থাকবে।