বাড়ির বড় বউকে পুজো করা হয় কালি রূপে, কোথায় রয়েছে এই অদ্ভুত রীতি

0
35

The Calcutta mirror desk: এখানে পুজো করা হয় জীবন্ত কালীকে।। বাড়ির বড় বউকে কালি মেনে পূজা করা হয়।। দীপান্বিতা অমাবস্যার রাতে বাঁকুড়ার ইন্দাসের মির্জাপুরে কোন প্রতিমা নয় বরং জীবন্ত প্রতিমা সাজিয়ে পুজো করা হয়। এমনই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। সাঁতরা পরিবারের বড় বউ হীরা বালা সাঁতরাকে কালি সাজিয়ে পূজা করা হয় এই বাড়িতে।

শুনতে অবিশ্বাস লাগলেও এটাই সত্যি। বংশ পরম্পরা ধরে চলে আসছে এই রীতি। স্বয়ং দেবীর কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে বাড়ির বড় বউকে মাতৃসনে বসিয়ে পূজা করা হয়। প্রায় ৪০ বছর পেরিয়ে গিয়েছে আজও বাড়ির বড় বউ হীরা বালা সাঁতরাকে পুজো করা হয় দেবীর আসনে বসিয়ে। তার সামনে চলে হোম যজ্ঞ পুষ্পাঞ্জলি ১০৮ প্রদীপ জ্বালানোর মতন ঘটনা! রক্ত জবার মালা আর কপালের রক্ত চন্দনের তিলক দেওয়া হয় তার! পরিবারের বিশ্বাস পুজোর সময় বাড়ির বড় বউয়ের শরীরে ভর করেন দেবী! পুরোহিত তাকে দেবী রূপে পূজা করেন। আর নানান রকম অলৌকিক দৃশ্য দেখতে পান গ্রামবাসীরা!

কালীপুজোর পরদিন দেবীকে পূজা করে বরণ করা হয়! তবে বলা বাহুল্য বিসর্জন দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে বাঁকুড়ার এই গ্রামে চলে আসছে এমনই প্রথা! এই প্রথার সাথে মিলেমিশে রয়েছে নানান কিংবদন্তি। কেন এভাবে জ্যান্ত মানুষকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হয় তার কারণ হিসেবে নানা মুনির নানা মত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here