26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    ফেস-মাস্কে জাতীয় পতাকার প্রতীকী’র ব্যবহার অবমাননাকর, একই সুর গেরুয়া-সবুজ মহলে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: স্বাধীনতা দিবস আসন্ন। করোনা আবহে অন্য মাস্কের সাথে জাতীয় পতাকার প্রতীক সহ ফেস-মাস্কের ব্যবহার বেড়েছে। করোনা আবহে ফেস-মাস্কে জাতীয় পতাকার প্রতীকী ব্যবহার আদতে জাতীয় পতাকারই অবমাননা, এই প্রশ্নে আজ যৌথভাবে সরব বারাসাতের তৃণমূল ও বিজেপি।

    স্বাধীনতা দিবস উপলক্ষে দোকানে দোকানে শোভা পাচ্ছে জাতীয় পতাকার প্রতীকী ছাপানো ফেস-মাস্ক। সেগুলো বিক্রিও হচ্ছে দেদার। আর এখানেই এক সুরে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ও বিজেপি। ফেস-মাস্কে জাতীয় পতাকার ব্যবহার রুখতে তৃণমূল ও বিজেপি দ্বিমত নয়। এই প্রসঙ্গে সুর চড়িয়ে সরব বিজেপি আর এই জাতীয় ফেস-মাস্ক বিক্রির বিরুদ্ধে তৃণমূল নেমেছে পথে। করোনা আবহেও তাৎপর্যপূর্ণ ভাবে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ রাজ্যের শাসক দল ও বিরোধীরা যৌথ ভাবেই উদ্যোগী হয়েছেন।

    বুধবার উত্তর চব্বিশ পরগণার বারাসাতে, দুপুরে বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী যখন পথে নেমে মাস্কের দোকানে তল্লাশি চালাচ্ছেন ঠিক তখনই বিজেপির বারাসাত জেলা সভাপতি শংকর চ্যাটার্জী গণমাধ্যমের সামনে তীব্র আপত্তি তুললেন মাস্কে জাতীয় পতাকা বা তার প্রতীক ব্যবহারের বিরুদ্ধে।

    তৃণমূল নেতৃত্ব সুনীল মুখার্জী দোকানে দোকানে ঘুরে জাতীয় পতাকার প্রতীক থাকা ফেস-মাস্ক বিক্রি করতে বারণ করলেন। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মাস্কের দোকান থেকে বিক্রি হয়ে গেছে এরকম প্রচুর মাস্ক। এরকমই এক বিক্রেতা অসীম দত্ত জানালেন জাতীয় পতাকার প্রতীক ও অবয়ব সহ মাস্ক তুলেছিলেন বিক্রির জন্য। দুশো মাস্কের প্রায় সবই বিক্রি হয়ে গেছে।

    তৃণমূলের সুনীল মুখার্জী ও বিজেপির শংকর চ্যাটার্জী অবশ্য একমত এই বিষয়ে যে ব্যবহারের পরে জাতীয় পতাকার প্রতীক যুক্ত মাস্ক ইতস্তত রাস্তায় পড়ে থাকতে পারে যা দেশের প্রতি অবমাননা। এছাড়াও এই মাস্ক গুলো তিনটি লেয়ারের মাস্ক নয় যা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রকের জারি করা বিধির বিরূপ। তবুও এই বিবাদমান দুই দলের নেতৃত্বদের এক সুরে জাতীয়তাবাদের কথা বলতে দেখে একটাই শব্দ মনে পরছে ‘হিন্দ হ্যায় হাম, হিন্দুস্তান হ্যায় হামরা’।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...