দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : প্রধানমন্ত্রী কেবল মনের কথা বলেন , কাজের কথা বলেন না , বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সােরেন ।
বৃহস্পতিবার রাত ১১ : ১৯ – এ একটি টুইট করেন হেমন্ত । লেখেন ,
‘ আজ আদরণীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন । তিনি শুধু নিজের মনের কথা বললেন । আরও ভাল হত । তিনি যদি কাজের কথা বলতেন এবং কাজের কথা শুনতেন । ‘
মাসে একবার অল ইন্ডিয়া রেডিওতে ‘ মন কি বাত ‘ অনুষ্ঠান করেন নরেন্দ্র মােদি আর সেটাই কটাক্ষ করে বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ।
সােরেনের কাছের এক ব্যক্তি জানিয়েছেন , করােনা পরিস্থিতি কেমন , রাজ্যের কী চাই এসব নিয়ে ফোনে কোনও কথা বলেননি মােদি । রাজ্যে ওষুধপত্রের জোগানে ঘাটতি রয়েছে , তিনি নিজের মতাে কথা বলে গিয়েছেন । তাই টুইটে সোচ্চার হেমন্ত সােরেনের ।
সােরেন ছাড়াও অন্ধ্রপ্রদেশ , তেলঙ্গনা , ওড়িশা , জম্মু – কাশ্মীর এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলতে ফোন করেছেন ।
‘অসমের মন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব সারমা এই টুইটের কড়া সমালােচনা করেছেন । তিনি লিখেছেন , ‘ নমূনতম সম্মানও দেখায়নি আপনার এই টুইট । এমনকী কষ্টের মধ্যে থাকা রাজ্যবাসী যাদের খোঁজ নিতে চেয়েছেন প্রধানমন্ত্রী , তাদের উপহাস করেছে এই টুইট । উদাসীনের মতাে কাজ করেছেন আপনি , মুখ্যমন্ত্রী পদের মর্যাদা নষ্ট করেছেন ।’