দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : নারদ কাণ্ডে বর্তমান বিজেপির দুই হেভিওয়েট সদস্য মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন সিবিআই পদক্ষেপ নিল না, সে নিয়ে প্রশ্ন উঠেছে। এই আবহে এবার মুকুল-শুভেন্দুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুল রায় হলফনামায় নারদ মামলার অভিযোগের তথ্য গোপন করেছেন।
মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হল না, এর কারণ ব্যাখ্যা করে সিবিআই জানিয়েছে , শুভেন্দু অধিকারী, মুকুল রায়, কাকলি ঘোষ দস্তিদার ও সৌগত রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার প্রক্রিয়ায় কোনও অনুমতি পায়নি তারা।
আদালতে CBI জানিয়েছে, ২০১৪ সালে যখন এই অপরাধের ঘটনা ঘটে, সেসময় মুকুল রায়, শুভেন্দু অধিকারী এবং কাকলী ঘোষ দস্তিদারদের মতো অভিযুক্তরা সাংসদ ছিলেন। অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার সদস্য ছিলেন। তাই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। যা না মেলায় চার্জশিটে তাঁদের নাম রাখা যায়নি।
সিবিআই চার্জশিটে জানিয়েছে, খোদ রাজ্যপাল জগদীপ ধনকড় দুই মন্ত্রী এবং এক বিধায়ককে অর্থাৎ, চার অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি দিয়েছেন তাঁদের।