দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পৌষ মেলার মাঠ এবং এই মাঠ’ই প্রাচীর দিয়ে ঘেরা নিয়ে গত সোমবার বচসা বিবাদের সূত্রপাত হয় বিশ্বভারতী চত্বরে। আদালতের নির্দেশনামা অনুযায়ী এই মাঠ প্রাচীর দিয়ে ঘেরার কাজ শুরু হলে, তাতে প্রতিবাদ জানান স্থানীয় লোকজন সহ বিশ্বভারতীর ছাত্রসমাজ এবং প্রাক্তন- প্রাক্তনিরা।
যেখানে রবি ঠাকুর তাঁর রচনায় লিখেগিয়েছেন,অচলায়তনের দেওয়াল ভেঙে দেওয়ার কথা,সেখানে রবি ঠাকুরের আপন দেশই, প্রাচীর দিয়ে ঘেরা! কোনোভাবেই করতে দেওয়া চলবে না। পাঁচিল দেওয়া নিয়ে স্থানীয় লোকজন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,এবং শ্রমিকদের সঙ্গে ঝগড়া-বিবাদ এতটাই চরমে পৌঁছায় যে রীতিমতো পে লোডার এনে ভেঙে দেওয়া হয় বিশ্বভারতীর মূল ফটক।


এছাড়াও বিশ্বভারতীর ক্যাম্পাস এবং অফিসের তালা ভেঙ্গেও চলে ভাঙচুর। ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী। ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ আট জনের বিরুদ্ধে ভাঙচুরের মামলা রজু করেছে এবং তাদের ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। তবে ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি লিখতে চলেছে বিশ্বভারাতী কর্তৃপক্ষ।
অন্যদিকে এই ঘটনায় কোনো অবৈধ লেনদেন আছে কিনা তা তদন্ত করতে এগিয়ে এসেছে ইডি।