দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল সন্ধ্যেতে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় একটি টুইট করেন। সেই টুইটে তিনি জানান “এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।”
উল্লেখ্য, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রকের নির্দেশে এ বছর স্নাতক স্তরের সম্পুর্ণ ভর্তি প্রক্রিয়া অনলাইনে হচ্ছে। সেই সাথে শিক্ষামন্ত্রী নিজে কলেজ গুলো প্রসেসিং ফী মকুব করে পড়ুয়াদের ওপরে ভর্তি সংক্রান্ত ফী এর চাপ লাঘব করেছেন এবার একটি ক্লিকে কলেজ, ভর্তি সংক্রান্ত নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্রের হদিস ইত্যাদি পাওয়া গেলে পড়ুয়াদের যে প্রভূত সহায়তা হবে সে কথা বলাই বাহুল্য।
বাংলার উচ্চশিক্ষা পোর্টালে প্রবেশ করতে হলে, ব্রাউসারের সার্চ বারে লিখুন- https://banglaruchchashiksha.wb.gov.in/ এর পর এন্টার প্রেস করুন। এই পোর্টালে ম্যাপ সহ রাজ্যের জেলা ভিত্তিক সব ইন্সটিটিউট গুলোর যাবতীয় খোঁজ দেওয়া রয়েছে। এই তথ্য ছাড়াও এই পোর্টাল থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ই-পেনশন স্কীম, স্বামী বিবেকানন্দ মেরি-কাম-মীনস স্কলারশিপ স্কীম (V3.0), 2019, ওয়েস্ট বেঙ্গল ফ্রীশিপ স্কীম (WBFS), 2018 , কোর্ট কেস মনিটরিং সিষ্টেম, কন্যাশ্রী স্কীমের তথ্যও জানতে পারা যাবে।
এছাড়া এই পোর্টালের মাধ্যমে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের যাবতীয় নোটিশ ও নির্দেশিকা সম্পর্কেও বিশদ তথ্য জানতে পারা যাবে। এই পোর্টাল সরকারী, বেসরকারী, টেকনিক্যাল, নন-টেকনিক্যাল সব ধরনের কলেজের যাবতীয় তথ্যকেই পড়ুয়াদের সামনে হাজির করবে।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে প্রথমে কলেজে ভর্তির প্রসেসিং ফী মকুব আর তার কয়েকদিন বাদেই উচ্চশিক্ষা পোর্টালের প্রকাশ নি:সন্দেহে এই করোনা আবহে উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্র ছাত্রীদের কে বিশেষ সহায়তা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।