দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ১৬ জুন থেকে বেসরকারি অফিস খোলার কথা হতেই গাড়ি ভাড়ার জন্য হুড়োহুড়ি সোশ্যাল মিডিয়ায়। মফস্বল থেকে কলকাতায় যেতে গাড়ির খোঁজ প্রত্যেকের। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়াও শুরু করে দিয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। অফিসে কর্মীদের আনা-নেওয়ার জন্য গাড়ির খোঁজ শুরু করে দিয়েছে বিভিন্ন বেসরকারি অফিসও।
সোমবার বিকেলে বেসরকারি অফিস খোলার ঘোষণায় মুখে হাসি ফুটেছে পুল কার এবং বেসরকারি ভাড়ার গাড়ির মালিকদের। এখন অফিসে যাতায়াতের মাধ্যম হিসেবে ছোট গাড়ি ছাড়া উপায় নেই মানুষের।
বিগত ১৬ মাস ধরে এই ব্যবসা কার্যত বন্ধ। শুধু কলকাতায় আইনি-বেআইনি মিলিয়ে গড়ে সাড়ে পাঁচ হাজার গাড়ি রয়েছে। তার মধ্যে EMI দিতে না পেরে অনেকই গাড়িই বিক্রি করে দিয়েছেন। সংসার চালানো নাজেহাল হয়ে উঠেছে অনেকের। বর্তমান পরিস্থিতিতে এই পুলকার বা ছোট বাসের চাহিদা বাড়বে।
পুলকার ওনার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন, “অনেক জেলার গাড়ির এজেন্সি ফোন করে গাড়ি চাইছে। অফিস পারপাস ভাড়া খাটাবে বলে। দেখা যাক কিছুদিনের জন্য ব্যবসার হল ফেরে কিনা!”