দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার দ্বিতীয় ঢেউ এর ফলে বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর থেকে প্রশ্ন ছিল বাতিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কীভাবে মূল্যায়ন হবে ? এর জন্য কমিটি তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। আর শুক্রবার মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠকে জানানো হল মূল্যায়নের পদ্ধতি। সেক্ষেত্রে নবমের মার্কশিট, দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল।
অর্থাৎ ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেওয়া হবে। আর মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে। আগামীদিনে করোনা সংক্রমন আরও স্বাভাবিক হলে এই সুযোগ পাবে ছাত্র ছাত্রীরা।
অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতিও জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে জানানো হয়েছে, গত ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ এছাড়াও ২০২০-র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেই সঙ্গে দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। সেক্ষেত্রেও আগামী দিনে চাইলে পরীক্ষা দেওয়া যাবে। আপাতত কিছুটা স্বস্তিতে ছাত্র ছাত্রীরা।