দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নবান্ন থেকে সাংবাদিকদের রাজ্যে করোনা পরিস্থিতির বিষয় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বীবেদী। রাজ্যে করোনা ‘সংক্রমণ কমেছে অনেকটাই। এদিকে মুখ্যমন্ত্রী জানান তৃতীয় ঢেউ আসন্ন তাই যাতে শিশুরা সুরক্ষিত থাকে তাই জন্য সমস্ত মা যাদের ১২ বা কম বয়সী বাচ্চা আছে এবার টিকাকরনে তাঁদের অগ্রাধিকার। এছাড়াও শিশুদের জন্য সেফ হোম থেকে করোনা বেড সবটাই দেখা হচ্ছে।
করোনা রুখতে রাজ্যে ২৫০টি মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার নীতি বদলানোয় ভ্যাকসিনের জোগান কমেছিল। জুলাই মাসের মধ্যে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানো লক্ষ্য আম আমাদের। অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান আগামী দিনে আরও বেশি করে টিকার সংখ্যা বাড়ানো হবে। টিকা নীতি নিয়ে এদিনও কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যতটা টিকা দরকার ততটা আসছে না। ফলে গতি বাড়াতে সমস্যা হচ্ছে।
ভোটের সময় সংক্রমনের হার ছিল ৩৩ শতাংশ এখন সেটা ৩ শতাংশে নেমেছে। করোনা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। যে সব আসনে উপনির্বাচন হবে সেগুলি দ্রুত করতে বলেন তিনি। এদিকে কো ভ্যাকসিন বিদেশে যাতে অনুমোদন পায় সেটাও তিনি কেন্দ্রকে অনুরোধ জানান। যাতে যারা ওই টিকা নিয়ে বিদেশ যাচ্ছে তাদের কোনো সমস্যা না হয়।